বৃত্তিতে অস্ট্রেলিয়ায় পড়ালেখার সুযোগ, প্রতি মাসে ৩ লাখ টাকাসহ মিলবে নানা সুবিধা

অস্ট্রেলিয়া
  © সংগৃৃহীত

ভিক্টোরিয়া শহরের ডেকিন বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। শিক্ষার মান নিশ্চিতের পাশাপাশি অস্ট্রেলিয়ার সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপে কাজ করে থাকে বিশ্ববিদ্যালয়টি। ফলে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি গবেষণা এবং কাজ করার সুযোগ পেয়ে থাকেন ডেকিন বিশ্ববিদ্যালয়ে।

এইচডিআর স্কলারশিপ- রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ (RTP) এবং ডেকিন ইউনিভার্সিটি স্নাতকোত্তর রিসার্চ স্কলারশিপ (DUPR) দিচ্ছে ডেকিন বিশ্ববিদ্যালয়। আরটিপি বৃত্তিতে অস্ট্রেলিয়ার সরকার অর্থায়ন করে থাকে এবং ডিইউপিআর বৃত্তিতে অর্থায়ন করে ডেকিন বিশ্ববিদ্যালয়। আরটিপি ও ডিইউপিআর- দুটি বৃত্তিই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

সুযোগ-সুবিধা: প্রতিবছর একজন শিক্ষার্থী ৩৪,৪০০ ডলার পাবেন (ট্যাক্স অব্যাহতি) যা বাংলাদেশি টাকায় (ডলার প্রতি ১১০টাকা ধরে) প্রায় ৩৭৮৪০০০ টাকা। হিসেব করলে প্রতিমাসে যা ৩ লাখেরও বেশি। এছাড়া বিদেশি শিক্ষার্থীদের জন্য স্থানান্তর ভাতা হিসেবে ৫০০ থেকে ১৫০০ ডলার, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসার মেয়াদকালীন স্বাস্থ্যভাতা প্রদান করবে প্রতিষ্ঠানটি।

সময়: ডক্টরাল ডিগ্রির উপবৃত্তির জন্য ৩ বছর এবং টিউশন ফি পরিশোধের জন্য ৪ বছর। আর গবেষণা স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে উপবৃত্তি ও টিউশন ফি পরিশোধের জন্য সময় ২ বছর।

নির্বাচন প্রক্রিয়া: শিক্ষার্থীদের আরটিপি ও ডিইউপিআরএস বৃত্তি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হবে। বৃত্তির আওতাভুক্ত নির্বাচন হলে শিক্ষার্থীরা ক্যাম্পাসের পূর্ণ সময়ের শিক্ষার্থী হিসেবে তালিকাভুক্ত হবেন।

আবেদনকারীর যোগ্যতা: অন্তত চার বছরের তৃতীয় শিক্ষা সম্পন্নকারী হতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে তৃতীয় শিক্ষা বলতে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং বৃত্তিমূলক প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পরবর্তী শিক্ষা, অর্থাৎ স্নাতককে বোঝায়।

আবেদনের বিষয় ও তারিখ: ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড এডুকেশন, ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট, ফ্যাকাল্টি অব হেলথ এবং ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার্স ম্যাটেরিয়ালস। এসব বিষয়ে বছরের যেকোনো সময় আবেদন করা যায়। তবে ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড ল’ ট্রাইমেস্টারে ওয়ান ইনটেক ধরতে ১৬ অক্টোবর ইওআই নির্ধারিত (ফেব্রুয়ারি-২০২৫)।

আবেদনের প্রক্রিয়া: প্রতিটি অনুষদ ও ইনস্টিটিউটে আবেদনের জন্য তারিখ আলাদা। আবেদন করার আগে একটি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (EOI) ফর্ম পূরণ করতে হবে। এছাড়া একজন সুপারভাইজার থেকে অনুমোদনপত্রের প্রয়োজন হতে পারে।