যেদিন থেকে দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০১:৫৮ PM , আপডেট: ০৫ জুন ২০২৪, ০২:০৩ PM

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আগামী ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।বুধবার (৫ জুন) এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৪ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সভা শেষে মন্ত্রণালয়ের সংবাদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের যেসব অঞ্চলে বন্যা হবে সেখানে এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে। আবহাওয়ার পূর্বাভাস ও পানি সীমার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। যে অঞ্চলে বন্যা ছড়াবে শুধুমাত্র সেখানে পরীক্ষা নেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে সেই পরীক্ষা নেওয়া হবে।
উল্লেখ্য, আগামী ৩০ জুন শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা, চলবে ১১ আগস্ট পর্যন্ত। এরপরে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এবার, এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩শ ৪২ জন শিক্ষার্থী।