যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী বৃদ্ধির তালিকায় সর্বোচ্চ বাংলাদেশ!

যুক্তরাষ্ট্র
  © ফাইল ছবি

বিশ্বের বিভিন্ন দেশ থেকে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমান শিক্ষার্থীরা। বাংলাদেশিরাও প্রতি বছর উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানোর তালিকায়  বাংলাদেশ ১৩তম অবস্থানে উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছেন ঢাকার মার্কিন দূতাবাদের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিফেন ইবেলি। আগের বছরের তুলনায় শিক্ষার্থী পড়তে যাওয়ার সংখ্যা বেড়েছে ২৮ শতাংশ, যা বিশ্বব্যাপী সর্বোচ্চ।

গত বুধবার (১০ জুলাই) দূতাবাসের এডুকেশনইউএসএ টিম রাজধানীর ইএমকে সেন্টারে এক সেশনের আয়োজন করে। এ সময় ২০২৪ সালে যুক্তরাষ্ট্রগামী বাংলাদেশের ১২০ জন শিক্ষার্থীকে নিয়ে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও) সেশন অনুষ্ঠিত হয়। সেশনে এই মার্কিন কর্মকর্তা এসব তথ্য জানান।

সেশনে স্টিফেন ইবেলি তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান। বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসকে সমৃদ্ধ করেছে এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করেছে। গত বছর বাংলাদেশ থেকে ১৩,৫৬৩ জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গেছেন, যা রেকর্ড।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুলার সেকশন, এডুকেশনইউএসএ, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভর্তি কর্মকর্তা, বর্তমান এবং সাম্প্রতিককালে পড়াশোনা শেষ করেছেন এমন শিক্ষার্থীদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় শিক্ষার্থীরা যে ধরনের প্রাতিষ্ঠানিক, সাংস্কৃতিক এবং জীবনযাত্রার পার্থক্যের মুখোমুখি হবে সে বিষয়ে পরামর্শ দেন বক্তারা। স্টিফেন ইবেলি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক, পেশাদার এবং ব্যক্তিগত বিকাশের এই যাত্রা শুরুর সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সুবিধা নিতে উৎসাহ জানান। নতুন অভিজ্ঞতা নেয়া এবং বন্ধু ও সহকর্মীদের একটি বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

বাংলাদেশে এডুকেশনইউএসএ-এর পরামর্শমূলক পরিষেবা এবং রেফারেন্স উপকরণ দেশের বিভিন্ন স্থানে পাওয়া যায়, এর মধ্যে রয়েছে আমেরিকান সেন্টার, যুক্তরাষ্ট্র দূতাবাস, গুলশানের এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড আর্টস এবং চট্টগ্রামে আমেরিকান কর্নার। এসব জায়গায় প্রশিক্ষিত উপদেষ্টারা গ্রুপ ইনফরমেশন সেশনের নেতৃত্ব দেন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যক্তিগত পরামর্শমূলক পরিষেবা দিয়ে থাকেন।

এডুকেশন-ইউএসএ রেফারেন্স লাইব্রেরি এবং নানা রকম পরামর্শ খুলনা, সিলেট এবং রাজশাহীর আমেরিকান কর্নারেও পাওয়া যাবে।