কোটা বিরোধী আন্দোলন:
গুলিস্তানে তারকাঁটার ব্যারিকেড ভেঙ্গে বঙ্গভবন অভিমুখে আন্দোলনকারীরা
- জবি প্রতিনিধি:
- প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০২:১৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৪, ০২:১৭ PM

কোটাবৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বঙ্গভবন অভিমুখে গণ-পদযাত্রায় গুলিস্তান জিরো পয়েন্টে পুলিশের তারকাঁটার ব্যারিকেড ভেঙ্গে আন্দোলনকারীরা গণজোয়ার চলমান রেখেছে বঙ্গভবন অভিমুখে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা একসাথে ঢাবির কলা ভবনের সামনে থেকে দুপুর ১টার সময় স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে বঙ্গভবন অভিমুখে গণ-পদযাত্রা শুরু করে।
দফায় দফায় পুলিশের মানব ব্যারিকেড উপেক্ষা করে গুলিস্তান জিরো পয়েন্টে পুলিশের তারকাঁটার ব্যারিকেড দিয়ে বাঁধা সৃষ্টি করলে জিরো পয়েন্টে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও আন্দোলনকারীরা।
এরপর আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির শুরু হয়। ধাক্কাধাক্কির এক পর্যায়ে তারকাঁটার ব্যারিকেড ভেঙ্গে তারা বঙ্গভবন অভিমুখে দৌড়ে যেতে থাকে।