B2W Initiative এর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে পড়তে যেতে উদ্যোগের আবেদন সময়সীমা বৃদ্ধি

B2W
  © সংগৃৃহীত

বাংলাদেশী শিক্ষার্থীদের বিদেশে পড়তে যাবার জন্য পুরোদস্তুর সহায়তা করবার লক্ষ্যে কয়েকজন স্বপ্নবাজ তরুণের উদ্যোগ B2W Initiative তাদের সাহায্যের জন্য আবেদনের তারিখ বৃদ্ধি করেছে আগস্ট মাসের ৭ তারিখ পর্যন্ত। আবেদন করতে এখানে ক্লিক করুন। আলোচিত এই উদ্যোগটি দ্বিতীয় বছরের কার্যক্রম ঘোষণা করে জুলাই মাসের শুরুতে। 

এই উদ্যোগের পেছনের মানুষদের কাছে থেকে জানা যায়, ইন্টারনেট বন্ধ হয়ে যাবার সময় পর্যন্ত এবছর প্রায় সাড়ে তিনশো মানুষ মাত্র কয়েকদিনের ভেতরেই আবেদন করেছিলেন। তার মাঝে সিংহভাগই স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী যারা পড়তে যেতে চান ডেটা সায়েন্স/অ্যানালিটিক্স, ফিন্যান্স ইত্যাদি থেকে শুরু করে বায়োমেডিক্যাল এঞ্জিনিয়ারিং, লিঙ্গুইস্টিক্স, কিংবা ক্রিমিনোলজির মতন বৈচিত্র্যপূর্ণ সব বিষয়ে। এতেই বোঝা যায় বাংলাদেশের তরুণরা মেধা আর উচ্চাকাঙ্খার দিক দিয়ে কতটা অগ্রগামী।

তারা জানান, এই শিক্ষার্থীদের অনেকেই ইতোমধ্যে ভাষাভিত্তিক দক্ষতার আন্তর্জাতিক টেস্ট IELTS অথবা TOEFL দিয়ে নিজেদের কাজ এগিয়ে রেখেছেন। সাথে আবার অনেকেই আন্তর্জাতিক জার্নালে নিজেদের আর্টিকল পাবলিশ করে আবেদনের শক্তি বৃদ্ধি করার আয়োজন পাকাপোক্ত করেছেন। আর GRE/GMAT এর মতন স্ট্যান্ডার্ডাইযড টেস্ট তো আছেই।

আয়োজকদের ভাষ্যমতে, আপাতত পাসপোর্ট রেডি থাকলেই আবেদন করে প্রক্রিয়া শুরু করার একটা চেষ্টা করা সম্ভব। কারণ Georgia, ⁠Malaysia, ⁠UAE, Spain, ⁠Hungary এরকম কিছু দেশ আছে যেখানে IELTS অথবা TOEF ছাড়াই পড়তে যাওয়া যায়। আর সাথে ভাষা দক্ষতার টেস্টের ফলাফল থাকলে তো কথাই নেই - B2W Initiative এর উদ্যোক্তারা সহযোগিতা শুরু করবার চেষ্টা করবেন যাতে আগামী বছরেরই কোন একটি সেমেস্টারেই এই শিক্ষার্থীরা তাঁদের পছন্দের দেশের কোন একটি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশান নিয়ে ফেলতে পারেন।

তারা আরো জানিয়েছেন, আর অ্যাডমিশান এর পরেও  B2W Initiative যথাসম্ভব থাকতে চায় শিক্ষার্থীদের পাশে ভিসা আবেদন থেকে শুরু করে টিকেটিং এবং বিদেশে সেটল করতে সহায়তা করা পর্যন্ত। উদ্যোক্তারা তাঁদের এই পুরো উদ্যোগটিকে একটি অ্যাপ এর ভেতরে নিয়ে এসে বিদেশ পড়তে যাবার জন্য একটি সুবিশাল কমিউনিটি তৈরি করবার ভিশন নিয়ে এগোচ্ছেন। এই অ্যাপ এর কাজও এগিয়ে চলেছে দ্রুতগতিতে। আগামী জানুয়ারি নাগাদ এই অ্যাপটি রিলিজ করা হতে পারে। এই আয়োজনে বাস্তবায়ন সহযোগিতায় আছে Fly8 নামক একটি প্রতিষ্ঠান যারা ২০২১ সাল থেকে শিক্ষার্থীদের বিদেশে পড়তে যাবার জন্য সেবা দিয়ে যাচ্ছে।