বিদেশি শিক্ষার্থী কমানোর ঘোষণা দিলো অস্ট্রেলিয়া
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৪:৫৪ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৪, ০৪:৫৪ PM
বিদেশে পড়তে ইচ্ছুকদের জন্য আরও একটি দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া। মঙ্গলবার (২৭ আগস্ট) দেশটি ঘোষণা দিয়েছে, তারা আগের চেয়ে কম বিদেশি শিক্ষার্থী নেবে। ২০২৫ সালে সর্বোচ্চ ২ লাখ ৭০ হাজার বিদেশি শিক্ষার্থী নেবে বলে জানিয়েছে দেশটি।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, চাপ কমাতে অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের খরচ বাড়ানোর ঘোষণা আগেই আসে। গত জুলাইয়ের প্রথম দিকে বিদেশি শিক্ষার্থীদের খরচ বাড়িয়ে দ্বিগুণের বেশি করে দেশটি। আগে ভিসা ফি ছিল ৪৭৩ মার্কিন ডলার, এখন তা বেড়ে হয়েছে ১ হাজার ৬৮ ডলার।
বিদেশি অভিবাসী কমাতে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে অস্ট্রেলিয়া। এবার এই সিদ্ধান্তের পর অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী জেসন ক্লেয়ার বলেন, ‘করোনার আগের সময়ের চেয়ে ১০ শতাংশ বেশি বিদেশি শিক্ষার্থী এখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা নানা সংস্কার চালাচ্ছি। সংস্কারগুলো বিদেশি ছাত্রদের জন্য আরও ভালো ও ন্যায্য করার জন্যই।এখনকার সিদ্ধান্ত এ কাজকে আরও টেকসই পদক্ষেপ হিসেবেই এগিয়ে নেবে।’
এদিকে, কানাডা সরকারও বিদেশিদের ক্ষেত্রে আরও কঠোর হয়েছে। সোমবার দেশটি জানায়, অস্থায়ী বিদেশি কর্মীদের ভিসা দেওয়া কমাবে দেশটি। অভিবাসীদের কারণে বেকারত্ব ও আবাসন সংকট দেখা দেওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়।