সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের লাঠিপেটা
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ PM
পুলিশি বাধা উপেক্ষা করে সচিবালয় ঢুকে পড়েছিলেন ফল বাতিলের দাবি করা এবারের এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা। পরে তাদের লাঠিপেটা করে বের করে দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এরপর তারা যে যার মতো পালিয়ে যান।
বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে তারা সচিবালয়ে ঢুকে পড়েন। শিক্ষার্থীরা ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নেন। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রাখে।
একাধিক শিক্ষার্থী বলেন, আমরা সমতার ভিত্তিতে ফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফল দেওয়া হয়েছে আর কাউকে খারাপ। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।