সিলেটে বন্যা: এসএসসি পরীক্ষা নিয়ে শঙ্কা, শাবিপ্রবি বন্ধ ঘোষণা

শাবিপ্রবি
শাবিপ্রবি ক্যাম্পাসে পানি  © সংগৃহীত

সিলেট বিভাগজুড়ে প্রবল বন্যার কারণে আসন্ন এসএসসি পরীক্ষা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এদিকে, বন্যা পরিস্থিতিতে পানি ঢুকে গেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে। এমন অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এক সপ্তাহের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, আগামী ২০ জুন পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া, ভারতের চেরাপুঞ্জি ও মেঘালয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় বিভাগে এসএসসি পরীক্ষার আয়োজন নিয়ে বৃহস্পতিবার (১৬ জুন) জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনা হয়েছে।

সিলেট শিক্ষাবোর্ডের সচিব কবির আহমদ জানান, বোর্ডের কয়েকটি পরীক্ষাকেন্দ্রে বন্যার পানি ঢুকে পড়েছে। এ নিয়ে বোর্ড চেয়ারম্যানের সঙ্গে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের কথা হয়েছে। বোর্ড চেয়ারম্যান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা শিক্ষামন্ত্রী এবং সচিবের কাছে সার্বিক বন্যা পরিস্থিতি তুলে ধরেছেন।

মন্ত্রণালয় থেকে এ বিষয়ে শুক্রবার পরবর্তী সিদ্ধান্ত জানানো হতে পারে বলে জানান বোর্ড সচিব।

এদিকে, শাবিপ্রবি উপাচার্য বলেন, ক্যাম্পাসের অনেক জায়গায় পানি উঠে গেছে। এছাড়া আবাসিক হলেও বিদ্যুৎ ও পানির সংকট আছে। আশপাশের টিলা থেকে সাপের উপদ্রবও আছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এক সপ্তাহের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

এক সপ্তাহ পর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপাচার্য।