ঢাবির পর এবার রাবিতে ভর্তি পরীক্ষা দিবেন ৫৫ বছর বয়সী বেলায়েত
- মোমেন্টস রিপোর্ট
- প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ০৭:৩৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২২, ০৭:৩৮ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়ার স্বপ্নভঙ্গ হওয়ার পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় বসছেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। এর আগে গত ১১ জুন তিনি ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে স্বপ্নভঙ্গ হয় তার। তাই এবার স্বপ্নপূরণে রাবিতে ভর্তি পরীক্ষা দিতে আসছেন তিনি।
বেলায়েত শেখ জানান, আগামীকাল মঙ্গলবার (২৬ জুলাই) ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের প্রথম শিফটে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত রাবির মমতাজ উদ্দিন আহমেদ একাডেমিক বিল্ডিংয়ে ৪০৬ নম্বর কক্ষে পরীক্ষা দিবেন তিনি।
বেলায়েতের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৬৮ সালে জন্ম নেওয়া বেলায়েত শেখের ছোট থেকেই পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ। ১৯৮৩ সালে এসএসসি পরীক্ষার্থী দেওয়ার কথা ছিল তার। কিন্তু সে সময় বাবা গুরুতর অসুস্থ হয়ে যাওয়ায় সংসারের হাল ধরতে হয়েছে তাকে। পরে আর পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
পরে ২০১৭ সালে নবম শ্রেণিতে ঢাকার বাসাবোর দারুল ইসলাম আলিম মাদরাসায় পড়ালেখা শুরু করেন। ২০১৯ সালে ৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দেন এবং জিপিএ ৪.৪৩ পেয়ে উত্তীর্ণ হন। ২০২২ সালে রামপুরার মহানগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৪.৫৮ পেয়ে উত্তীর্ণ হন তিনি।
নিজের হতাশা এবং আক্ষেপের জায়গা থেকে বেলায়েত বলেন, সংসারের হাল ধরতে গিয়ে যেহেতু নিজে পড়তে পারিনি। তাই চেয়েছিলাম ভাইদের লেখাপড়া করিয়ে উচ্চশিক্ষিত করবো। কিন্তু সেটাও পারিনি। এরপর নিজের সন্তানদের পড়াতে চেয়েছিলাম। কিন্তু সেক্ষেত্রেও হয়েছি ব্যর্থ। বড় ছেলে অনার্সে দুই সেমিস্টারের পর আর পড়েনি। মেয়েটা মেধাবী ছিল। ভেবেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবো। কিন্তু সেটাও পারিনি। পরে নিজের ক্ষোভ থেকেই আমি পড়ালেখা শুরু করি।