এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে রাজশাহী বোর্ডে অনুপস্থিত ২২৮২ জন

শিক্ষা
রাজশাহী বোর্ডে অনুপস্থিত ২২৮২ জন  © প্রতীকী ছবি

এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২ হাজার ২৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এদিকে পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের জন্য এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বাংলা দ্বিতীয় পত্রের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এতথ্য জানিয়েছেন। 

আরিফুল ইসলাম জানান, বহিষ্কৃত শিক্ষার্থীর নাম আমিনা খাতুন বিধি। তিনি পাবনার সুজানগর মহিলা কলেজের শিক্ষার্থী। 

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, আজ রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০১টি কেন্দ্রে একযোগে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১ লাখ ২৬ হাজার ৯১৩ জন পরীক্ষার্থীর এই পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষায় বসেছে ১ লাখ ২৪ হাজার ৬৩১ জন। পরীক্ষায় অংশ নেয়নি ২ হাজার ২৮২ জন। মোট পরীক্ষার্থীর তুলনায় অনুপস্থিতির হার ১ দশমিক ৮০ শতাংশ।


মন্তব্য


সর্বশেষ সংবাদ