সিরিয়ালের সেটে অভিনেত্রীর মৃত্যু
- বিনোদন মোমেন্টস
- প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ১০:২৫ AM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২, ১০:২৫ AM

ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী তুনিশা শর্মা। সম্প্রতি ‘আলি বাবা: দাস্তান এ কাবুল’ ধারবাহিকে অভিনয় করছলিনে তিনি। শনিবার মুম্বইয়ে সেই ধারাবাহিকের সেটেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া গেল।
কীভাবে মারা গিয়েছেন তুনিশা, সে বিষয়ে এখনও ধারণা পরিষ্কার নয়। তবে অনেকের ধারণা, তিনি আত্মঘাতী হয়েছেন। তাঁর কোনও সমস্যা চলছিল কি না, সে বিষয়েও কোনও খবর এখনও পাওয়া যায়নি।
শুধু ছোটপর্দার নয়, তুনিশা বড়পর্দাতেও বহু বার অভিনয় করেছেন। বিশেষ করে ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর চেহারার সাযুজ্য থাকায়, ক্যাটরিনা অভিনীত বহু সিনেমায় তাঁর চরিত্রের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন তুনিশা। ‘ফিতুর’, ‘বার বার দেখো’ ছবিতে এই ধরনের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এর পাশাপাশি চুটিয়ে চলেছে ধারাবাহিকে অভিনয়।
শনিবার তুনিশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মুম্বইয়ের ছোটপর্দার জগতে রীতিমতো শোকের ছায়া। এদিন তাঁর মেক-আপ রুমে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ বিষয়টির তদন্ত চালাচ্ছে।