বিমানে নারী যাত্রীর গায়ে মূত্রত্যাগ করলেন সহযাত্রী

এআই
টাটা কোম্পানির মালাকানাধীন এয়ার ইন্ডিয়া  © প্রতীকী ছবি

যুক্তরাষ্টের নিউ ইয়র্ক থেকে এয়ার ইন্ডিয়ায় করে দিল্লি আসার সময়ে এক নারী যাত্রীর গায়ে মূত্রত্যাগ করেন তারই এক সহযাত্রী।

ঘটনাটি ঘটেছে গত ২৬ নভেম্বর ২০২২ সালে। তবে এটি ভাইরাল হয় ওই নারী বিমানযাত্রী কর্তৃক এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে চিঠি লেখার পর।

টাটা কোম্পানির মালিকানাধীন ‘এয়ার ইন্ডিয়া’ এই ঘটনার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

বিমান সংস্থাটির উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, তারা একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে এবং যে বিমানযাত্রী ওই কাণ্ড ঘটিয়েছেন তাকে 'নো-ফ্লাই' তালিকাভুক্ত করার সুপারিশ করেছে। 'নো-ফ্লাই' তালিকাভুক্ত হয়ে গেলে কেউ আর বিমানে ভ্রমণ করতে পারে না।

ভারতের এনডিটিভি জানিয়েছে, ভারতের অসামরিক বিমান কর্তৃপক্ষ আলাদাভাবে এই ঘটনার বিবরণ জানতে চেয়েছে এয়ার ইন্ডিয়ার কাছে। এই ঘটনাটি ঘটে 'এআই-১০২' নম্বর বিমানে। ওই বিমানে নারী যাত্রী বিজনেস ক্লাসে যাত্রা করছিলেন।

তিনি অভিযোগে লিখেছেন, খাবার দেওয়ার পরে বিমানের ভেতরের আলো যখন কমিয়ে দেওয়া হয়েছিল, সেই সময়ে এক ব্যক্তি তার সামনে এসে প্যান্টের চেইন খুলে মূত্রত্যাগ করতে থাকেন। তখন ওই ব্যক্তি সম্পূর্ণভাবে নেশাগ্রস্ত ছিলেন।

মূত্রত্যাগ করার পরে বেশ কিছুক্ষণ ওই পুরুষ যাত্রীটি সেখানেই দাঁড়িয়ে থাকেন বলেও অভিযোগ করেছন ওই নারী। পরে অন্য যাত্রীরা ওই ব্যক্তিকে সরিয়ে দেন।

বিমান কর্মীদের কাছে অভিযোগ জানানোর পরে প্রথমে তার আসনে শুধু জীবাণুনাশক স্প্রে করে দেওয়া হয়, তবে বিজনেস ক্লাসে অন্য খালি আসন থাকলেও সেখানে তাকে বসতে দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ ওই নারীর। এমনকি বিমানটি দিল্লিতে অবতরণ করার পরেও বিমান কর্মীরা ওই ব্যক্তিকে আটকানোর কোনও চেষ্টা করেননি বলে অভিযোগপত্রে লিখেছেন ওই নারী যাত্রী।

ভারতের বিমানগুলোতে এমন ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়। এর আগে ২০১৮ সালেও সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, একই ঘটনা হয়েছিল এই একই বিমানে। সেবারেও এক নারী যাত্রীর মেয়ে টুইট করে জানিয়েছিলো তার মায়ের গায়ে মদ্যপ এক ব্যক্তি মূত্রত্যাগ করেছে।

ওই নারী যাত্রীর মেয়ে ইন্দ্রাণী ঘোষ অভিযোগ করেছিলেন, এয়ার ইন্ডিয়ার বিমান কর্মীরা কোনো ব্যবস্থা নেননি। তবে তার টুইট দেখে সেই সময়ে সরকারের নিয়ন্ত্রণাধীন এয়ার ইন্ডিয়াকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।

কিছুদিন আগে ব্যাংকক থেকে কলকাতায় আসার একটি বিমানের দুই যাত্রীর মধ্যে হাতাহাতির ভিডিও ভাইরাল হয়। এছাড়াও গত বছর আরেকটি বিমানে এক সেবিকাকে অন্য এক যাত্রীকে ধমক দিতে দেখা যায়, যেটা তখন ভাইরাল হয়ে যা।

ভারতের বিমানগুলোতে নিয়ম না মানার একটা ঝোঁক সম্প্রতি বেড়েছে বলে মনে করেন নিয়মিত বিমানে যাতায়াত করা যাত্রীরা।

বিমান সংস্থাগুলো আর দেশের অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ কঠোর শাস্তি দিলে তবেই এ ধরণের ঘটনা কমবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন।