'কেজিএফ' থেকে বাদ পড়ছেন ইয়াশ!
- বিনোদন মোমেন্টস
- প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০৮:১৮ PM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩, ০৮:১৮ PM

কেজিএফ থেকে বাদ দেওয়া হতে পারে ইয়াশকে। এমনটাই জানালেন প্রযোজক বিজয় কিরাগান্দুর। তিনি বলেন, ‘কেজিএফ ফাইভ’-এর পর সরিয়ে দেয়া হতে পারে ইয়াশকে। জেমস বন্ড সিরিজের মতো হিরো বদলানো হবে ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজিরও।
'রকি ভাই' হিসেবে অভিনয় করে ব্যাপক ক্ষ্যাতি অর্জন করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ইয়াশ। প্রথম দুই চ্যাপ্টার শেষে তৃতীয় চ্যাপ্টারের শুটিং খুব দ্রুত শুরু হতে যাচ্ছে।
‘মেট্রোসাগা’ পোর্টালে দেয়া সাক্ষাৎকারে বিজয় কিরাগানদুর বলেন, হিট ফিল্ম ফ্র্যাঞ্চাইজির একাধিক পার্ট বানানো হয়, যেমন ‘জেমস বন্ড’। পরের পার্টগুলোতে মূল অভিনেতাকে বদলানো হয়। এমন হতে পারে কেজিএফ-এর পঞ্চম কিস্তির পরে ‘রকি ভাই’ চরিত্রটি অন্য কেউ করতে পারে, জেমস বন্ড সিরিজের মতো।’
‘কেজিএফ: চ্যাপ্টার ২’-র সাফল্যের পর ‘কেজিএফ থ্রি’র অপেক্ষায় আছেন ভক্তরা। ‘কেজিএফ থ্রি’ মুক্তি পাবে ২০২৫-এ।
গত বছরের ১৪ এপ্রিল মুক্তি পেয়েছিল প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। যশ ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ, অচ্যূত কুমার প্রমুখ। ‘কেজিএফ- টু’ সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।
২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল। বক্স অফিসে কালেকশনেও ছিল টপ ফাইভে।