দীর্ঘদিন পর অভিনয়ে মিশা-ডিপজল, কুড়াচ্ছেন প্রশংসা

ওয়েব
একসময়ের ভয়ংকর খল অভিনেতা ডিপজল ও মিশা সওদাগর   © ফাইল ফটো

দীর্ঘদিন পর্দার বাইরে ছিলেন ঢাকাই সিনেমার একসময়ের সেরা খল অভিনেতা মিশা সওদাগর ও ডিপজল। এবার দীর্ঘদিন পর পর্দায় হাজির হলেন এই দুই অভিনেতা। তবে বড় পর্দায় নয়। ওয়েব সিরিজের মাধ্যমে আবারো ক্যামেরার সামনে হাজির হলেন তারা। গত সপ্তাহে দেশীয় ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ডিপজল ও মিশা অভিনীত ওয়েব সিরিজ ‘কাবাডি’।

মুক্তির পরপরই সিরিজটি নিয়ে চলছে দারুণ আলোচনা, সেই সাথে দর্শকের প্রশংসাও কুড়াচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানেই সিরিজটির প্রশংসা ভাসছে। দর্শকরা বলছে, দেশে এর আগে এমন ধরনের ডার্ক কমেডি হয়নি।

কাবাডি ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন রুবায়েত মাহমুদ। এটি তার প্রথম সিরিজ। অনেকে বলছেন পরিচালক দক্ষতার সাথেই সুন্দরভাবে কাজটি শেষ করেছেন। 

কোয়াইট অন সেট এর প্রযোজনা ও বিগ ফিশ এন্টারটেইনমেন্ট এর নির্বাহি প্রযোজক সেতু মাহমুদের তত্বাবধানে নির্মিত এ সিরিজটির গল্প লিখেছেন তামজিদ রহমান। ওয়েব সিরিজটিতে চার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সাঈদ জামান শাওন, তামিম মৃধা, খায়রুল বাসার ও সাফিন আহমেদ। এছাড়া আরও অভিনয় করেছেন সাদিয়া আয়মান, মিলন ভট্টাচার্য, শরাফ আহমেদ জীবন, ডানা ভাই, মোরশেদ মিশু প্রমুখ।

শুধু সাধারণ দর্শকই নয়, সিরিজটির প্রশংসা করেছেন অনেক নির্মাতা-শিল্পীও। ফেসবুকে জানিয়েছেন তাদের ভালো লাগার কথা। রুবায়েত মাহমুদ গণমাধ্যমকে জানান, সিরিজটি নিয়ে তিনি অনেক ভালো সাড়া পাচ্ছেন। নেগেটিভ মন্তব্য একটাও পাননি, যা পাচ্ছেন সব পজেটিভ। সবাই জানাচ্ছেন, কাজটি তাদের ভালো লেগেছে। এরকম ডার্ক কমেডি আগে হয়নি।

দর্শকদের ফিডব্যাক অনুযায়ী দেখা গেছে, সিরিজটিতে অনবদ্য অভিনয় করেছেন সাঈদ জামান শাওন। তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। সেইসাথে শরাফ আহমেদ জীবন, সাদিয়া আয়মান ও সাফিন আহমেদকে নিয়েও বেশ আলোচনা হচ্ছে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ