ছোট একটু সমস্যা করে যদি দীর্ঘসময় ভালো থাকা যায় তাহলে কেন করবো না: পরীমণি

পরীমণি
  © সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়ীকা পরীমণির ফেসবুক পোস্ট ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম নিলেও বিষয়টি নিয়ে সরাসরি খুব একটা কথা বলতে দেখা যায়নি তাকে। এবার দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন পরী।

পরীমণি বলেন, দিনশেষে আমরা কী চাই, ভালো থাকতে চাই। আমার মনে হয় প্রতিটি মানুষই এটি চায়। এ জন্যই যুদ্ধ করা, লড়াই করা। তো ভালো থাকার জন্য যদি একটু লড়াই করা হয়, আমার মনে হয় তাতে দোষের কিছু নেই। ছোট একটু সমস্যা করে যদি দীর্ঘ সময়ের জন্য সমাধান করা যায়, ভালো থাকা যায় তা হলে সেটি কেন করব না আমি।

আজ শুক্রবার দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে ছবি বানিয়েছেন আবু রায়হান জুয়েল। আগে নাটক, টেলিছবি ও বিজ্ঞাপনচিত্র বানালেও বড় পর্দায় এটাই তাঁর প্রথম কাজ। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন সিয়াম ও তানভীর।

সরকারি অনুদানের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতে আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, আশীষ খন্দকার প্রমুখ। এ ছবির আবহসংগীতের পাশাপাশি তিনটি গানের সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শফি মণ্ডল, ইমন চৌধুরী, কোনাল ও শামীম। আরেকটি গানের সুর করেছেন নাজির মাহমুদ, সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু আর গেয়েছেন ইমরান।

বছর শুরুর মাসে নিজের সিনেমা মুক্তি পেতে যাওয়ায় উচ্ছ্বসিত এ অভিনেত্রী। হাসিমাখা মুখে তিনি বলেন, পর পর তিন বছর আমার অভিনীত সিনেমা বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারিতে মুক্তি পাচ্ছে। এই ধারাবাহিকতা কতদিন থাকে সেটি দেখা যাক। তবে আমি চাই এটা দীর্ঘদিন থাকুক।

সিনেমাটির শুটিং মহামারি করোনাভাইরাসের লকডাউনের সময় করা হয়েছে। তখন লঞ্চে নদীর মধ্যে আটকা পড়েছিল এর শুটিং ইউনিট। পেছনের সেই অভিজ্ঞতার কথা মনে করে পরী বলেন, সেই হিসেবে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন দুই বছর পর মুক্তি পাচ্ছে। শুটিংয়ের সময় ভেবেছিলাম এটা আসলে কি মুক্তি পাবে? যদিও মুক্তি পায় তা হলে অনেক দেরিতে হয়তো। ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে তার পর হয়তো মুক্তি পাবে। আসলে এর মুক্তি দেওয়া তখন স্বপ্নের মতো ছিল আমার কাছে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ