'পাঠান' সিনেমা বাংলাদেশে মুক্তি দেওয়া নিয়ে তথ্যমন্ত্রী যা বললেন

পাঠান
  © ফাইল ফটো

'পাঠান' সিনেমা বাংলাদেশে আসা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার মনে হয় এটা ভালো। এতে আমরা আরও সমৃদ্ধ হব। বিনিময় থাকা ভালো।

বৃহস্পতিবার ‘পাঠান’ বাংলাদেশে আসা নিয়ে কথাবার্তা চলছে এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এক সময় বাংলা ছবি দেখতাম, আমাদের দেশের ‘সুতরাং’ পর্যন্ত দেখিছি। আমি মূলত উত্তম কুমার ও সুচিত্রার বই বেশি দেখতাম। আমার মনে হয় তারা বাংলা সিনেমার সবেচেয়ে ভাল অ্যাক্টর। তাদের কোনো তুলনা হয় না। ববিতা, শাবানা, রাজ্জাক, নাদিম এদের ছবি মাঝে মাঝে দেখা হতো। রহমান-শবনম এ জুটিটা ভালো ছিল।

দেশে ইতিহাস নির্ভর সিনেমা প্রীতিলতা প্রসঙ্গে কাদের বলেন, সরকারি অনুদানে এ সিনেমা নির্মাণ একটি শুভ উদ্যোগ। কারণ অগ্নিযুগের অন্যতম নেত্রী ছিলেন প্রীতিলতা। যে কিনা স্বাধীনতার জন্য আত্ম বলিদান দিয়েছিলেন।

দেশের চলচ্চিত্রকে আরও সমৃদ্ধ করতে ইতিহাসনির্ভর এমন ছবি নির্মাণের ওপর গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, এমন অনেক বীর আছে স্বাধীনতার ইতিহাসে যাদের পর্যায়ক্রমে আত্মবলিদানে এ জাতি স্বাধীনতা সংগ্রামের সাহস পেয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতা ও নিজ দেশের প্রতি ভালোবাসা শেখাতে এমন সিনেমা নির্মাণের বিকল্প নেই বলেও তিনি মনে করেন।

অনলাইনে প্রপাগাণ্ডা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি তো প্রতিদিনি মরি, মরে যাই। প্রতিদিনি আমাকে অনলাইনে মেরে ফেলে। আমরা জন্য কবর খোঁড়া হয়। আমার জানাজা হয়। প্রপাগাণ্ডা কি, এতো নোংরা রাজনীতি পৃথিবীতে আছে? এত নষ্ট রাজনীতি।


মন্তব্য