তাসরিফের প্যারালাইসিস হিরো আলমের অভিশাপের ফল জানালেন স্বয়ং হিরো

বিনোদন
হিরো আলম-তাসরিফ  © সংগৃহীত

সম্প্রতি ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান। কুঁড়েঘর ব্যান্ডের ভোকালের এই অসুস্থতার খবর শুনে ভক্তরা দুঃখ পেলেও খুশি হয়েছেন হিরো আলম। এমনকি নিজের ফেসবুকে লাইভে এসে বোমা ফাটানো মন্তব্য করেছেন হিরো আলম।

শুক্রবার (১০ মার্চ) রাতে ফেসবুকে লাইভে এসে তাসরিফের প্রতি ক্ষোভ প্রকাশ করে হিরো আলম বলেছেন, ‘এই প্যারালাইসিস হলো অহঙ্কারের পতন। আল্লাহপাক চাইলে মানুষকে পতন করতে পারে, এক মিনিটে। আপনারা সবাই জানেন তারই একটা চাক্ষুস প্রমাণ তাসরিফ খান। সে কিন্তু খুব ভালো গান গায়, সিঙ্গার। আল্লাহ্পাক তার কণ্ঠ ভালো দিয়েছে। আজকে তার মুখের অবস্থা কী করেছে, দেখেছেন? প্যারালাইসিসে মুখ বাঁকা হয়ে গেছে। এটা হলো অহঙ্কারের পতন।’

ওই লাইভের শিরোনামে আলম লিখেছেন, ‘সুন্দর চেহারা মানুষদের ধিক্কার জানাই আল্লাহ চাইলে পতন করতে পারে তার প্রমাণ হলো তাসরিফ খান।’

কিন্তু কেন হিরো আলম খেপেছেন তাসরিফের প্রতি? উত্তন তিনি নিজেই জানিয়েছেন। হিরো আলম বলেন, ‘কিছু দিন আগে চাঁদপুরে একটা প্রোগ্রামের কথা ছিল আমার। সেখানে আমি ছিলাম, তাসরিফ ছিল, আরও অনেকে ছিল। এই তাসরিফ যখন শুনেছে আমি ওই প্রোগ্রামে যাব, সে বলেছে— হিরো আলম ওখানে গেলে আমি প্রোগ্রামে যাব না। এই তাসরিফ কিন্তু একদিন এটা বলেছিল। আজকে তার অবস্থা দেখেছেন?’

এখানেই থেমে থাকেননি হিরো আলম। বিভিন্ন তারকা যারা তার সমালোচনা, তাদেরকে উদ্দেশ্য করে বলেন, সুন্দরী কিছু নায়িকা আছে দেখবেন, অনেক হিরোও আছে, তারা হিরো আলম থাকলে অভিনয় করবে না, অনেকেই কিন্তু বলেছে, দেখবেন। অনেক নায়িকাই বলেছে- তার বডি ফিটনেসের সঙ্গে যায় না, চেহারার সঙ্গে যায় না। কিছু লোক বলেছে- হিরো আলম কীসের হিরো। আমি তাদেরকে ধিক্কার জানাই— আমি যদি কোনো ভালো কাজ করে থাকি আল্লাহ কাছে বলি তাদের প্যারালাইসিস দিয়ে দেও আল্লাহ।’

তবে, তাসরিফ খান জানিয়েছেন, এমন কোবন শো তে তাঁর যাওয়া বা না যাওয়া নিয়ে হিরো আলমকে কেন্দ্র করে কখনোই কোন সিদ্ধান্ত নেননি তিনি।


মন্তব্য


সর্বশেষ সংবাদ