গাজীপুরে নৌকার পালে হাওয়া দিচ্ছেন তারকারাও
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ২২ মে ২০২৩, ০১:৫৩ PM , আপডেট: ২২ মে ২০২৩, ০১:৫৯ PM

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন বৃহস্পতিবার (২৫ মে)। বর্তমানে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। সম্প্রতি এই জমজমাট প্রচারে নৌকা প্রার্থীর সমর্থনে ভোটারদের কাছে ভোট চেয়েছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা।
রোববার (২১ মে) বিকেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের হয়ে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ভোট চান জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, সাইমন সাদিক।
পড়ুন>>> সবকিছুর বাইরে শাকিব আমার সন্তানের বাবা: অপু বিশ্বাস
আরও ছিলেন চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ, চিত্রনায়িকা মাহিয়া মাহি, সোহানা সাবা, উর্মিলা শ্রাবন্তী কর, জেসমিন ও কৌতুক অভিনেতা রতন খান প্রমুখ।
তারা সবাই গাজীপুরের টঙ্গী এলাকা থেকে প্রচার শুরু করেন। পথে ধীরাশ্রম, জয়দেবপুর, রথখোলা, কৃষি গবেষণা, চান্দনা চৌরাস্তা, বাইপাস ও কোনাবাড়ি এলাকায় প্রচারে অংশ নেন।