সংসারে আবারও অশান্তি: মারামারি করে মাথা ফাটিয়ে হাসপাতালে রাজ
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ০১:১০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৩, ০১:১০ PM

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি রাজ-পরী। দীর্ঘদিন দাম্পত্য টানাপোড়েনের পর ১৭ আগস্ট দুজনে ফেববুকে স্ট্যাটাস দিয়ে একসঙ্গে থাকার খবর দেয়। এতে নেটিজেনরা ব্যাপক উচ্ছ্বসিত হলেও এবার একদিন পরই রাজ-পরী সংসারে ফের অশান্তির খবর পাওয়া গেছে।
তবে একাধিক সূত্রে জানা গেছে, দু’জনে বাসায় মারামারি করেছে। এতে রাজের মাথা ফেটে গেছে। বর্তমানে তারা দুজন বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত ১৭ আগস্ট প্রায় তিন মাস পর অভিমান ভেঙে আবারও পরীর বসুন্ধরার বাসায় ফেরেন রাজ। জানিয়েছিলেন, ছেলেকে নিয়ে ভালো আছেন তারা। অনেক দিনপর ছেলেকে কাছে পেয়ে দারুণ সময় কাটাচ্ছেন তিনি।
যদিও পরীমণি জানিয়েছেন তার প্রচণ্ড জ্বর। শুক্রবার (১৮ আগস্ট) থেকে জ্বরের মাত্রা বাড়ায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছে। এজন্য ঠিকমত কথাও বলতে পারছেন না।
এ দিকে শুক্রবার মধ্যরাতে খবর আসে, মাথায় গুরুতর জখম হয়ে রাজও হাসপাতালে ভর্তি হয়েছেন।
সূত্রের বরাতে জানা গেছে, অভিনেতার মাথা ফেটে গেছে। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেই তথ্য এখনও জানা যায়নি। নেটিজেনদের ধারণা, পরীমণির ছোড়া কোনো কাঁচের জিনিসে তার মাথা ফেটেছে।
২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে পদ্ম।