যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করে সমালোচনার মুখে রজনীকান্ত

রজনীকান্ত
উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে সালাম করছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত  © হিন্দুস্থান টাইমস

দক্ষিণী ছবির দুনিয়ায় তিনি সবথেকে বড় তারকা। দর্শক তাঁকে ডাকেন ‘থালাইভা’ সম্বোধনে। দেবতার মতো তাঁর পুজো করেন দক্ষিণের দর্শকরা। দক্ষিণী সিনেমায় শুধু নয়, পুরো ভারতে সবচেয়ে বেশি সুপারহিট সিনেমা দেওয়ার রেকর্ডও তার ঝুঁলিতে। তিনি হলেন রজনীকান্ত। সর্বভারতীয় মেগাতারকা তিনি। তাঁর জনপ্রিয়তার বিস্তার বিশ্ব জুড়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘জেলর’। গড়ে দিনে একশো কোটি টাকা লাভ করেছে এই ছবি।

সম্প্রতি আধ্যাত্মিক সফরে পাহাড়ে গিয়েছিলেন এই অভিনেতা। ফিরেও এসেছেন ইতিমধ্যেই। তার পরই রজনীকান্তকে দেখা গেল উত্তরপ্রদেশে। তা-ও আবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে। সেখানেই যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় থালাইভাকে। তাতেই বেজায় ক্ষুব্ধ অভিনেতার অনুরাগীরা। খানিকটা অসম্মানের চোখেই দেখছেন তাঁরা অভিনেতার এই আচরণকে।

৭২ বছর বয়সী প্রবীণ এই অভিনেতা পা ছুঁয়ে প্রণাম করলেন ৫২ বছরের যোগী আদিত্যনাথকে! ব্যাপারটা ভাল চোখে নেননি তাঁর অনুরাগীরা। সম্প্রতি উত্তরপ্রদেশে ‘জেলর’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। সেই উপলক্ষেই সস্ত্রীক সে রাজ্যে পা রাখেন অভিনেতা। এই সফরেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে গিয়ে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন রজনীকান্ত। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান অভিনেতাকে। তবে মহাতারকার এমন সৌজন্য প্রকাশেই চটেছেন তাঁর অনুরাগীরা। কেন এক জন এত বড় অভিনেতা পা ছুঁয়ে প্রণাম করবেন তাঁর থেকে প্রায় বছর কুড়ির ছোট রাজনীতিবিদকে? 

সমাজমাধ্যমে কেউ লিখেছেন, ‘‘আত্মসম্মানটা কি তামিলনাড়ুতে রেখে এসেছেন?’’ কেউ কেউ তো আবার বিশ্বাসই করতে পারছেন না, এমন কোনও ঘটনা ঘটেছে! তাঁদের বক্তব্য, ‘‘উনি কি সত্যি যোগীর পাঁ ছুঁয়েছেন!’’

অনেকেই বলছেন, কি এমন মজবুরির মধ্যে পড়েছে যে যোগীর মতো ব্যক্তির পা ছুঁয়ে সালাম করতে হচ্ছে।

কেউ কেউ আবার অভিনেতার এই আচরণের ব্যাখ্যা খুঁজেছেন। তাঁদের যুক্তি, রজনীকান্ত অত্যন্ত ধার্মিক মানুষ। যোগীর সন্ত পরিচয়ের কারণে এ ভাবে তাঁকে সম্মান জানিয়েছেন! যদিও গোটাটাই জল্পনা। অভিনেতার এমন আচরণের নেপথ্য কারণ জানা রয়েছে কেবল তাঁরই।

প্রসঙ্গত, ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা 'জেলার' মুক্তি পেয়েছে গত ১০ আগস্ট। মুক্তির পর থেকে বক্স অফিসে দাপটের সঙ্গে ব্যবসা করছে সিনেমাটি। 

গতকাল মুক্তির ১০ দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে।

বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, গতকাল শনিবার মুক্তির দশম দিনে ভারতের সব ভাষায় ১৮ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ৪৮ কোটির বেশি রুপি আয় করেছিল 'জেলার', যা তামিলনাড়ু ও কেরালায় ২০২৩ সালের রেকর্ড। 

অন্যদিকে এটি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় যে কোনো তামিল সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়ে। 

শুধু তাই নয়, সিনেমাটির প্রথম দিনের মোট সংগ্রহ এ বছর মুক্তি পাওয়া যে কোনো তামিল চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ।

'জেলার' সিনেমাটির এখন পর্যন্ত শুধু ভারতে আয় ২৬৩ দশমিক ৯ কোটি রুপি। প্রথম সপ্তাহে ভারতে সব ভাষায় ২৩৫ কোটি রুপির বেশি আয় করেছিল সিনেমাটি।

২০০ কোটি রুপির বাজেটে 'জেলার' সিনেমাটি নির্মাণ করেছেন নেলসন দীলিপ কুমার। 

এ সিনেমায় রজনীকান্তের বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। সিনেমাটিতে আরও আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। 

মালায়লাম তারকা মোহনলালকে সিনেমায় দেখা গেছে অতিথি চরিত্রে। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় ৪ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে আলোচিত এ সিনেমাটি।