অগ্রিম টিকেট বুকিংয়ে ইতিহাস সৃষ্টির পথে শাহরুখের ‘জওয়ান’
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২১ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২১ PM

গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) থেকে সারা ভারত জুড়ে শুরু হয়ে গেছে শাহরুখের আসন্ন সিনেমা ‘জওয়ান’র অগ্রিম টিকেট বিক্রি। যা নিয়ে এখন শাহরুখ ভক্তদের মাঝে চলছে ব্যাপক উত্তেজনা।
জানা গেছে, ভারতের বেশ কিছু জায়গায় ‘জওয়ান’র শোয়ের টিকেট নিমেষেই শেষ হয়ে গেছে। বিশেষ করে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে মরিয়া শাহরুখ ভক্তরা। এর ফলে অ্যাডভান্স টিকিট বুকিংয়ে ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ খানের জওয়ান।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, টিকিট বিক্রি শুরু হওয়ার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ২ লাখ ৭১ হাজার ১৭৬টি টিকিট বিক্রি হয়েছে! যার ভেতর শুধু মাত্র ছবিটির হিন্দি সংস্করণের ২ লাখ ৬০ হাজার টিকিট বিক্রি হয়েছে! বাকিগুলো বিক্রি হয়েছে তামিল, তেলুগু ভার্সনে।
প্রাথমিক রিপোর্ট বলছে, অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিনেই প্রায় ৯ কোটির টিকিট বিক্রি করে ফেলেছে শাহরুখ খানের ‘জওয়ান’। এখনো ৬ দিন বাকি আছে অগ্রিম টিকিট বিক্রির। এই ছয় দিনে ১ লাখ করে টিকিট বিক্রি হলেও অল টাইম রেকর্ড গড়বে শাহরুখ খান।
এদিকে ইতোমধ্যেই ‘জওয়ান’ সালমান খানের অ্যাকশন ফিল্ম ‘কিসি কা ভাই কিসি কি জান’এর অগ্রিম বুকিংয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। যা এই বছরের শুরুতে অগ্রিম বুকিং বাবদ ৩.৩৯ কোটি মূল্যের টিকিট বিক্রি করেছিল। অপরদিকে চলতি বছর মুক্তি প্রাপ্ত শাহরুখের ছবি ‘পাঠান’ ৩২ কোটির অগ্রিম টিকেট বুকিং করে ফেলেছিল, যা কোন হিন্দি ছবির জন্য সর্বোচ্চ।
তার আগে এসএস রাজামৌলির তেলেগু ছবি ‘ট্রিপল আর’ গত বছর অগ্রিম বুকিংয়ে ৫৮ কোটির ব্যবসা করেছিল। যেহেতু ‘জওয়ান’র মুক্তিতে এখনও আরও পাঁচ দিন বাকি আছে, সুতরাং বলাই যায় যে, শাহরুখ নিজের ‘পাঠান’ ছবির রেকর্ড ভেঙে দেবে ‘জওয়ান’ দিয়ে।
আসছে ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এই ছবি। এই প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখ খানকে। নয়নতারা ছাড়াও শাহরুখের এই ছবিতে দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোনও।
সূত্র: হিন্দুস্থান টাইমস