ফুটবলের মতো ক্রিকেটের কবর হোক তা আমরা চাই না: ওমর সানি
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৪ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৮ PM

বিশ্বকাপের দল থেকে ওপেনার তামিম ইকবাল বাদ পড়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর ব্যাপক অসন্তুষ্ট ওমর সানী। দিন কয়েক আগেই নির্বাচকদের নিয়ে কাড়া মন্তব্য করেছিলেন এই নায়ক ও খলনায়ক।
এবার দেশের ক্রিকেটকে বাঁচাতে বিসিবির দায়িত্বে সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী কিংবা সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে আনার দাবি জানিয়েছেন এই চিত্রনায়ক।
শনিবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ওমর সানী।
সেখানে ওমর সানি লেখেন, ফুটবলের মতো ক্রিকেটের কবর হোক তা আমরা চাই না। তাই এখনও সময় আছে আল্লাহর ওয়াস্তে হয় জনাব সাবের হোসেন চৌধুরী কিংবা মাশরাফীকে দায়িত্ব দেওয়া হোক।
আরও পড়ুন:- এবার তামিম-সাকিবকে নিয়ে মিশা সওদাগরের স্ট্যাটাস
এ দিকে ওমর সানীর এই দাবির সঙ্গে একমত হয়েছেন নেটিজেনরাও। সহমত পোষণ করে রীতিমতো মন্তব্যের ঝড় তুলেছে এই নায়কের কমেন্টবক্সে। যদিও নেটিজেনদের মন্তব্যের বিপরীতে কোনো প্রতিক্রিয়া জানাননি ওমর সানী।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখায় নির্বাচকদের কাপুরুষ আখ্যা দিয়ে ওমর সানী লিখেছিলেন, আপনারা যারা নির্বাচক আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠত।
আরও পড়ুন:- সেলিব্রেটি ক্রিকেট লিগে তারকাদের মারামারি, আহত ৬
অভিনেতা আরও লেখেন, আজকে এমন কী হলো কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ টিমেই নেই। মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকত তাহলে বলতাম আমি পদত্যাগ করলাম। সরি একজন খেলোয়াড় তামিম ইকবাল।