‘কেন্দে দিয়েছি’ বলে ট্রলের মুখে ছোট্ট লুবাবা, আইনি ব্যবস্থা নিচ্ছে পরিবার

লুবাবা
  © ফাইল ছবি

কিছুদিন আগে ‘মুজিব’ সিনেমার প্রদর্শনীতে কনটেন্ট ক্রিয়েটর ও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিব্রত পরিস্থিতিতে পড়েন প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি ও শিশুশিল্পী সিমরিন লুবাবা। এক পর্যায়ে কথা বলতে গিয়ে ‘কেন্দে দিয়েছি’ বলেন তিনি আর যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যালে। নানারকম কটু মন্তব্য়ে ট্রল করছেন তাকে।

বিষয়টি নিয়ে এবার সরব হলেন লুবাবার মা জাহিদা ইসলাম। জানালেন, ট্রলকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন তিনি। এ প্রসঙ্গে লুবাবার মা গণমাধ্যমকে বলেন, কয়েকদিন থেকেই দেখছি ছোট্ট মেয়েটাকে নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল হচ্ছে। কিছু ছবি-ভিডিও ব্যবহার করে তাকে নিয়ে কুৎসা রটানো হচ্ছে। এটা আমার সন্তানের মানসিক সমস্যার সৃষ্টি করছে। তাই সিদ্ধান্ত নিয়েছি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেব।

লুবাবার নামে একের পর এক ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, লুবাবা টিকটক করে না। অথচ ওর নামে আইডি খুলে টিকটক করছে অনেকে। তাদের ফলোয়ার বাড়ছে। বিষয়টি আমি খেয়াল করছি। সিদ্ধান্ত নিয়েছি, যারা এসব করছেন তাদের কাউকে ছাড় দেব না। আমার সন্তানকে তারা কটাক্ষ করছেন। আমি তাদের নামে জিডি (সাধারণ ডায়েরি) করব।