অন্তরঙ্গ ছবি খুবই ভয়ংকর

অন্তরঙ্গ ছবি থাকবে আমার গ্যালরিতে, যা কখনও প্রকাশ পাবে না: দীঘি

দিঘি
  © ফাইল ছবি

কয়েকদিন আগে ঢাকাই সিনেমার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে কেন্দ্র করে প্রেমের গুঞ্জন ছড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকে এই নায়িকার সঙ্গে এক ছেলের বেশ কিছু ছবি ভাইরাল হয়।

যেখানে দুজনের খুনসুটি মুহূর্তগুলো ফুটে ওঠে। এমনকি ওই ছেলের ফেসবুক প্রোফাইলেও দীঘির সরব উপস্থিতি দেখা মেলে। সে সময় ওই ছেলের সঙ্গে শুধুই বন্ধুত্বের সম্পর্ক, আর কিছু নয় বলে মন্তব্য করেনে দিঘি।

ছবিগুলো প্রসঙ্গে দীঘির ভাষ্য ছিল, ‘আমরা তো লুকোচুরি করছি না। ছবিগুলো বন্ধু হিসেবেই তোলা। যেহেতু সে মিডিয়ার কেউ নয়, তাই আমি চাই তাকে নিয়ে এ বিষয়ে কোনো আলোচনার সৃষ্টি না হোক।’

তখন ওই ছেলের সঙ্গে ছবিগুলোকে কেন্দ্র করে দেশের অনেক সংবাদমাধ্যমেই সংবাদ প্রচার হয়েছে। যেখানে কিছু কিছু প্রতিবেদনে দীঘির সঙ্গে তরুণের ‘অন্তরঙ্গ’ ছবি প্রকাশ, এভাবেও শিরোনাম হয়েছে।

এ বিষয়ে দিঘি বলেন, আমাদের ছবি নিয়ে কিছু জায়গায় সংবাদ হয়েছে। তাতে বলা হয়েছে ‘অন্তরঙ্গ’ ছবি। আসলে বিষয়টি মোটেও তা নয়। কেননা, অন্তরঙ্গ ছবি খুবই ভয়ংকর হয়। সেসব প্রকাশ্যে পোস্ট করা সম্ভব হয় না। আমার ফোন থেকে যে ছবি পোস্ট হবে, তা কখনো অন্তরঙ্গ হবে না। অন্তরঙ্গ সেটা হবে, যেটা আমার ফোনের গ্যালারিতে থাকবে, কিন্তু কখনো বের হবে না।


মন্তব্য


সর্বশেষ সংবাদ