কারার ওই লৌহ-কপাট' বিকৃতি, প্রতিবাদে এ আর রহমানের 'জয় হো' গাইলেন হিরো আলম
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ১০:০০ AM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৩, ১০:০০ AM

বলিউডের পরিচালক রাজা কৃষ্ণ মেনন পরিচালিত ‘পিপ্পা’য় ব্যবহৃত হয়েছে কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ-কপাট’ গানটি। আর এই গানের রিমেকের সংগীতায়োজন করেন ভারতীয় সুরকার এ আর রাহমান। এতেই বাঁধে বিপত্তি। অভিযোগ উঠেছে গানের সুর বিকৃত করা হয়েছে। এতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে নজরুল-ভক্তদের মধ্যে।
তাই প্রতিবাদস্বরুপ এ আর রহমানের গান গাইলেন আলোচিত ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সোমবার (১৩ নভেম্বর) রাতে ভারতের এই সংগীত শিল্পীর ‘জয় হো’ গান গেয়েছেন হিরো আলম। আগামীকাল মঙ্গলবার বিকেলে হিরো আলমের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি রিলিজ করা হবে।
আরও পড়ুন: গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩১
হিরো আলম বলেন, ‘কারার ওই লৌহ কপাট’ যে গান শুনলে এখনো মানুষের গা শিউরে ওঠে। এই গানটি বিকৃতি করেছেন এ আর রহমান। তারই প্রতিবাদস্বরূপ জয় হো গান গাইলাম।