আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন: তানজিন তিশা
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৩:২৯ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৩, ০৩:২৯ PM

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগম মাধ্যমসহ গণমাধ্যমে আলোচনায় রয়েছেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কের টানাপোড়েনে আত্মহত্যার চেষ্টা করেছেন, এমন খবর ছড়িয়ে পড়লে বেশ বেকায়দায় পড়েন এই অভিনেত্রী।
এজন্য অবশ্য ফেসবুকে একটি পোস্ট লিখে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, ‘আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গত রাতে আমার ফুড পয়জনিংয়ের পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল, তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।
তিনি আরও বলেন, ‘আরও একটু বিষয় বলতে চাই, আমার বাবা গত দুই বছর আগে বাবা মারা যান এবং বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোনো মানুষ অথবা যে কোনো মানুষের জন্যই জীবনে নেব না’।
আরও পড়ুন:- হাসপাতালে ভর্তির কারণ জানালেন তানজিন তিশা
তবে এবার নিয়ন্ত্রণ হারিয়েছেন এক সাংবাদিকের ওপর। এরপর ক্ষমা চেয়ে ফেসবুকে আরেকটি পোস্ট লিখেছেন এই অভিনেত্রী।
তিনি লেখেন,বিগত কয়েকদিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত-অপরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি। যা আসলে ইনটেনশনালি ছিলো না। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই- আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন। আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান সমসময়ই ছিলো এবং থাকবে। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে উদ্দেশ্য করে তিশা লেখেন, সবার উদ্দেশ্যে আমার একটাই কথা আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতদূর এসেছি। ভবিষ্যতে কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।