পাপ মোচনে গঙ্গায় পূজা দিতে গেলেন সানি লিওন! নেটিজেনদের কটাক্ষ

সানি লিওনি
গঙ্গায় পূজা দিতে সানি লিওনি  © সংগৃৃহীত

অনেক আগেই ‘নীল জগৎ’ থেকে বিদায় নিয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। তবে এখনও অতীত পেছনে ফেলতে পারেনি। প্রায়সময়েই নানা কারণে পর্ন তারকা উপাধিতে কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। সম্প্রতি তেমনি কিছুর শিকার হলেন এই অভিনেত্রী। নেটিজেনরা বলছেন পাপমুক্ত হতে গঙ্গায় গেছেন সানি লিওন। 

সহ-অভিনেতা অভিষেক সিংয়ের সঙ্গে বারাণসীতে পূজা দিতে গিয়েছিলেন সানি। এ সময় অভিনেত্রীর পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার কামিজ। সেখানে সালোয়ারের ওড়না দিয়ে মাথা ঢেকে গঙ্গারতি করেন তিনি। আর এতেই ঘটে বিপত্তি।

সানি লিওনকে গঙ্গার পাশে নেটিজেনরা একদমই ভালোভাবে নিতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মুহূর্তের ভিডিও প্রকাশ পেতেই তাকে নিয়ে সমালোচনায় মেতে ওঠেন তারা।

একজন লিখেছেন, সবাইকে দিয়ে পাপ করিয়ে নিজে এখন পাপ ধুতে গঙ্গায় হাজির হয়েছে। আরেকজন বলেছেন, গঙ্গাকেই অপবিত্র করে দিয়েছে সে।

ভিকে নামের এক নেটিজেন লিখেছে, রাম তোর গঙ্গা ময়লা হয়ে গিয়েছে, পাপীদের পাপ ধুইতে ধুইতে।

কুবের নামের এক টুইটার ব্যবহারকারী লিখেছে, তারা কেনো সেখানে যাওয়ার অনুমতি পায়। অ-হিন্দুদের সেখানে যাওয়ার সুবিধা না দেওয়া উচিত। সে এটাও জানে না যে কী করতে হবে।

অবশ্য অনেকেই পজেটিভ কমেন্টও করেছেন। একজন লিখেছেন, এতো নেগেটিভ কমেন্ট কেনো? ভগবান সবার জন্য। যদি এতই অসুবিধা হয় তবে অনেক মন্দীরে নগ্ন প্রতিমা আছে, সেগুলো আগে সরাও।

যদিও সানি লিওনকে এসবের কোনো মন্তব্যরই জবাব দিতে দেখা যায়নি। কারণ এমন অপ্রীতিকর ঘটনা তার জন্য নতুন নয়। প্রতিবারই নিশ্চুপ থেকে নিন্দুকদের সমালোচনার জবাব দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, কান চলচ্চিত্র উৎসবে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’ সিনেমায় মুখ্য নারী চরিত্রে অভিনয় করে সানি লিওন প্রশংসিত হয়েছে। এই সিনেমার প্রিমিয়ারে সানির অভিনয় দেখে আপ্লুত চলচ্চিত্র উৎসবের দর্শকরা। সানি যে এমন অভিনয় করতে পারেন, তা ভাবতেই পারেননি কেউ।

পরিচালক মহেশ ভাটের ‘জিসম ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। একের পর এক সিনেমা করলেও, সানির শরীর থেকে পর্ন তকমা কিন্তু যায়নি। বরং তার সিনেমা মুক্তি পেলেও, তাকে অভিনেত্রী কম, শুনতে হত পর্নস্টার। সানি চেষ্টা করেছিলেন এই পরিচিতি ভাঙতে।

সংবাদমাধ্যমকে সানি জানিয়েছিলেন, ‘আমাকে সবাই পর্নস্টার হিসেবেই চেনে। অনেক চেষ্টা করেছি নিজের শরীর থেকে এই তকমা সরিয়ে নিতে। কিন্তু পারিনি। তবে কেনেডি দেখার পর আমাকে কেউ আর শুধু পর্নস্টার বলবে না। কেউ এটাও বলতে পারবে না, যে আমার অতীতের জন্যই এই সিনেমায় সুযোগ পেয়েছি। আমি শুধুই পর্নস্টার…নই’!


মন্তব্য