ইসরায়েলের সমালোচনা করে তোপের মুখে জিজি হাদিদ

জিজি হাদিদ
ফিলিস্তিনি-মার্কিন সুপারমডেল জিজি হাদিদ  © সংগৃৃহীত

ফিলিস্তিনি-আমেরিকান সুপার মডেল জিজি হাদিদ বলেছেন, ইসরাইলই একমাত্র দেশ যারা শিশুদের যুদ্ধবন্দি করে রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তিনি এমন মন্তব্য করেন। 

তবে ইসরাইল-হামাসের সংঘাতের প্রেক্ষাপটে এমন মন্তব্যের জেরে ক্ষোভের মুখে পড়েছেন জিজি হাদিদ। যদিও পরে পোস্টটি তিনি মুছে ফেলেছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ বছর বয়সি ফিলিস্তিনি-আমেরিকান সুপার মডেল বরাবরই ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের বিষয়ে সোচ্চার। তিনি ওই পোস্টে বলেন, ৭ অক্টোবর ২০২৩ হামাসের ইসরায়েলের আক্রমণ করার আগে থেকে বছরের পর বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনিদের হত্যা, নির্যাতন, ধর্ষণ, অপহরণ ও নিপীড়ন করে আসছে ইসরাইল।

তিনি লেখেন, ইসরাইল বিশ্বের একমাত্র দেশ যারা শিশুদের যুদ্ধবন্দি করে রাখে। সেখানে আহমেদ আলমানসরা নামের ১৩ বছরের ফিলিস্তিনি সম্পর্কে এমন কথা বলা হয়। 

মার্কিন সংবাদমাধ্যম অনুসারে, আলমানসরা ও তার ভাই ২০ বছর বয়সি এক নিরাপত্তারক্ষী ও ১৩ বছর বয়সি ছেলেকে ছুরিকাঘাত করার পর ইসরাইলি পুলিশ গ্রেফতার করে। তার ১২ কারাদণ্ড হয় এবং পরে তা কমিয়ে সাড়ে ৯ বছর করা হয়।

তবে জিজি হাদিদের দাবি, গুরুতর স্বাস্থ্য সমস্যার মাঝেও দখলদার ইসরাইল আলমানাসরাকে অপহরণ করেছে ও নির্জন কারাবাসের রেখেছে। এভাবে শত শত ফিলিস্তিনি শিশুবন্দি ইসরাইলি কারাগারে ভুগছে।

জিজি হাদিদের রিপোস্ট করা এক ভিডিওতে দাবি করা হয়, স্বাস্থ্য কর্মকর্তারা স্বীকার করেছেন যে, ইসরাইলি কর্তৃপক্ষ সম্মতি ছাড়াই বছরের পর বছর ধরে মৃত ফিলিস্তিনিদের অঙ্গ সংগ্রহ করছে।

হাদিদের অবস্থান সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের সৃষ্টি করেছে। বেশ কয়েকজন ব্যবহারকারী মডেলিং এজেন্সি আইএমজি-কে এ সুপার মডেলের সঙ্গে চুক্তি বাতিলের দাবি তুলেছেন।

এর আগেও জিজি হাদিদ ফিলিস্তিনের মুক্তির জন্য আওয়াজ তুলেছেন।

শুধু জিজি হাদিদ নয়, তার বোন বেলা হাদিদও ফিলিস্তিনের পক্ষে কথা বলে সমালোচিত হয়েছিলেন। এজন্য তিনি হত্যার হুমকিও পেয়েছিলেন।

যেসব সেলিব্রেটিই ইসরায়েলের বিরুদ্ধে কিংবা ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন, তারা বিভিন্ন হুমকি, সমালোচনা এমনকি চাকরিচ্যুতও হয়েছেন।

কয়েকদিন আগে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে কথা বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন মার্কিন সুপার মডেল ও গায়িকা সেলেনা গোমেজ।

এছাড়া ফিলিস্তিনের পক্ষে কথা বলে স্কিম-৭ সিনেমা থেকে বাদ পড়েছিলেন হলিউড অভিনেত্রী মেলিসা।