সাই পল্লবীর সঙ্গে জুটি বাঁধছেন আমির পুত্র জুনাইদ

জুনাইদ-সাই
আমির খানের ছেলে জুনাইদ ও সাই পল্লবী  © সংগৃৃহীত

আমির খানের পরিবারে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। কারণ ‍আমির খানের মেয়ের বিয়ে। তবে আমির খানের পুত্র জুনাইদ খান দিল আরও একটি সুখবর।

জানা যায়, আমির পুত্র জুনাইদ তামিল অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। সিনেমাটির শুটিং শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে।

আইএএনএস সূত্রে খবর ১ ডিসেম্বর মুম্বইতেই শুরু হয়েছে জুনেইদের ছবির শ্যুটিং। প্রেমের গল্প নিয়েই ছবিটি তৈরি হচ্ছে বলে খবর। তবে শুধু মুম্বই নয়, জানা যাচ্ছে জাপানেও ছবির কিছু অংশের শ্য়ুটিং হবে। জাপানের সাপ্পোরো শহরে চলা স্নো ফেস্টিভ্যালও তুলে ধরা হবে ছবিতে। তুলে ধরা হবে সাপ্পোরোর মনোরম ল্যান্ডস্কেপ এবং অনন্য সংস্কৃতি। 

প্রসঙ্গত আমির পুত্র আর সাই পল্লবীর এই ছবিটিই বলিউডের প্রথম ছবি হতে চলেছে, যেটির শ্য়ুটিং কিনা জাপানের সাপ্পোরো শহরে হবে।
 
এক সাক্ষাৎকারে আমির খান ছেলেকে নিয়ে বলেন, ‘জুনাইদের সৃজনশীল জগতের প্রতি ও চলচ্চিত্র বানানোর প্রতি আগ্রহ রয়েছে। এখন ও সিদ্ধান্ত নেবে কোন দিকে এগোবে। নিজের জীবনের বিষয়গুলো নিজেকেই ভাবা উচিত। আর আমি জানি ও সঠিকটাই বেছে নেবে।
 
তবে ছবিটির নাম এখনও ঠিক করা হয়নি। জানা গেছে এটি জুনাইদের দ্বিতীয় ছবি। প্রথম ছবির নাম ‘মহারাজ’। এই সিনেমাতে জুনায়েদসহ আরও অভিনয় করেছিলেন অর্জুন রেড্ডি, শালিনী পান্ডে, শর্বরী ওয়াগ ও জয়দীপ আহলাওয়াত।