আমি অনেক শিক্ষিত, শাকিব অত শিক্ষিত নন: জায়েদ খান

শাকিব-জায়েদ
  © ফাইল ছবি

উদ্ভট সব কর্মকাণ্ড করে প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসেন ঢাকাই সিনেমার অন্যতম নায়ক জায়েদ খান। এবার শাকিব খানকে নিয়ে মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন। সম্প্রতি একটি সেলিব্রেটি শোতে হাজির হয়ে শাকিব খানকে নিয়ে মন্তব্য করেন জায়েদ।

শাকিব খান প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘জায়েদ ও শাকিবের মাঝে দুটি গুণের পার্থক্য হচ্ছে- আমি অনেক শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। অন্যদিকে শাকিব খান এত শিক্ষিত নন। তবে শাকিব খান আমার চেয়ে খুব ভালো অভিনেতা। যেটা আমার মাঝে নাই।’

অনেক দিন ধরেই শাকিব খান ও বুবলীর সম্পর্ক ভালো নয়। বুবলী প্রসঙ্গে এই নায়ক বলেন, ‘বুবলীর সঙ্গে আমার তেমন পরিচয় নেই। তাই তার সম্পর্কে ধারণা কম। তবে সে প্রায়ই দাবি করে তাকে নিয়ে ষড়যন্ত্র হয়। আমার খুব জানার ইচ্ছা, বুবলীকে নিয়ে কেন এত ষড়যন্ত্র হয়। বিষয়টি এমন, বুবলী মানেই যেন ষড়যন্ত্রের শিকার।’

সমালোচনাকারী না থাকলে তিনি এত জনপ্রিয়তা পেতেন না উল্লেখ করে বলেন, ‘সমালোচনাকারী না থাকলে আমি এত জনপ্রিয়তা কখনোই পেতাম না। ভালো কথা কেউ শুনে না এবং দেখেও না। ভালো কথা কখনো ভাইরালও হয় না। নেতিবাচক প্রচারণা ছাড়া তারকা হওয়া খুব কঠিন। সমালোচনা আমার কাছে ভালোই লাগে। এতে খারাপ লাগে না। কখনো মন খারাপও হয় না।’