জাবেদ আখতার
অ্যানিমেলের মতো সিনেমা সুপারহিট হওয়াটা ‘বিপজ্জনক’!
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:১৩ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:১৩ PM

ভারতের নামকরা গীতিকার ও চিত্রনাট্যকার জাবেদ আখতার। তবে গানের জগতের বাইরেও তার একটা পরিচয় আছে। সেটা হলো, তিনি অন্যায় ও অবিচারের প্রতি সরব। প্রায়ই বিভিন্ন অনিয়ম ও গুরুত্বপূর্ণ ইস্যুতে উনার মন্তব্য থাকে। স্পষ্টবাদিতা ও তীর্যক মন্তব্যের কারণে অনেক সমালোচিতও হন তিনি। এবার বলিউড সুপারহিট সিনেমা ‘অ্যানিমেল’ নিয়ে তীর্যক মন্তব্য করলেন এই গীতিকার।
গত বছরের ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় রণবীর কাপুর অভিনীত বলিউড সিনেমা ‘অ্যানিমেল’। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে চর্চার শেষ নেই। বেশ কিছু বিতর্কিত দৃশ্য নিয়ে দর্শকদের একাংশের ক্ষোভের মধ্যেও বক্স অফিস থেকে ৯০০ কোটি রুপির বেশি আয় করে ঝড় তুলেছে সিনেমাটি। এবার ‘অ্যানিমেল’-এর সাফল্যকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার।
সিনেমার নাম উল্লেখ না করে জাভেদ আখতার বলেন, ‘এ রকম কোনো সিনেমায় যেখানে মহিলাদের জুতা চাটতে বলা হয় কিংবা তাঁদের থাপ্পড় মারার বিষয়টাকে মহিমান্বিত করে দেখানো হয়, আর সেই সিনেমা যখন সুপারহিট হয়, এটা বিপজ্জনক ছাড়া আর কিছুই নয়।’ নাম না নিলেও জাভেদ আখতারের এই মন্তব্য যে ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুর এবং তৃপ্তি দিমরির এক দৃশ্যের উদ্দেশে বলা, তা আর বলার অপেক্ষা রাখে না।
জাভেদ আখতার আরও বলেন, ‘আজকাল, আমি মনে করি নির্মাতাদের চেয়ে দর্শকদের দায়িত্ব বেশি। দর্শকদের সিদ্ধান্ত নিতে হবে, তারা কোন সিনেমা পছন্দ করবেন আর কোনটি করবে না। কী প্রত্যাখ্যান করবেন, তা সম্পূর্ণরূপে দর্শকদের ওপর নির্ভর করে। বল এখন দর্শকদের কোর্টে। আজও ভালো সিনেমা বানানোর মতো চলচ্চিত্র নির্মাতা আছেন, কিন্তু হাতে গোনা কয়েকজন। সিনেমার ভাগ্য নির্ভর করে আপনি কতক্ষণ তাঁদের পাশে থাকবেন।’
প্রসঙ্গত, সম্প্রতি ঔরঙ্গাবাদে অজন্তা ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন জাভেদ আখতার। সেখানেই আধুনিক সিনেমা এবং গান প্রসঙ্গে আলোচনা চলছিল। সেই পরিপ্রেক্ষিতেই নাম না করে অ্যানিমেল সিনেমার বিতর্কিত দৃশ্যের কথা উল্লেখ করেন বলিউডের এই প্রখ্যাত গীতিকার।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, দ্য টাইমস অব ইন্ডিয়া