কোটি টাকার মাদকসহ গ্রেপ্তার 'উচ্চারণ' ব্যান্ডের এনামুল কবির রেবেল
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৩:১৬ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০২৪, ০৩:১৬ PM

‘উচ্চারণ’ ব্যান্ডের একজন সংগীতশিল্পী এনামুল কবির রেবেল। কোটি টাকার মাদক ক্রিস্টাল মেথসহ (আইস) তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিএমপির খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাশেদুল ইসলাম এ তথ্য জানান।
রামপুরা থানা পুলিশ জানায়, রেবেল মূলত মাদক ব্যবসায়ের ক্ষেত্রে মাদক ব্যবসায়ী মো. লিটন ওরফে লিটু ওরফে ভাইজানের হয়ে কাজ করে। রেবেল ওই মাদক ব্যবসায়ীর ঠিকানা দিলে পরে বাড্ডা এলাকায় মো. লিটনের বাসায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন আলামত জব্দ করা হয়। তবে লিটু ও তার সহযোগী অমিত পলাতক রয়েছেন।
পুলিশ আরও জানায়, পাঁচ বছরেরও বেশি সময় ধরে লিটুর মাদক ব্যবসায়ে সহায়তা করে আসছেন রেবেল। একটি অনুষ্ঠানে তাদের পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। দুই জনের আর্থিক লেনদেনেরও অনেক নজির আছে।