বিয়ে করছেন বাহুবলী খ্যাত অভিনেত্রী আনুশকা!

আনুশকা
  © ফাইল ছবি

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। মাদকীয় চেহারা ও অসাধারণ অভিনয়ে মুগ্ধ করেছেন কোটি কোটি মানুষকে। এবার বিয়ে করতে যাচ্ছেন লাস্যময়ী এই অভিনেত্রী!

বিয়ে করছেন বাহুবলী খ্যাত অভিনেত্রী আনুশকা! (ছবি সংগৃহীত)

ভারতের তুমুল জনপ্রিয় সিনেমা 'বাহুবলী'। সিনেমাটিতে অভিনয় করেন প্রভাস ও আনুশকা শেঠি। এর পর থেকেই প্রেমের গুঞ্জন ছিলো বলিপাড়ায়। কিন্তু এবার বাতাসে নতুন খবর ভেসে বেড়াচ্ছে যে অভিনেত্রী আনুশকা কন্নড়ের এক প্রযোজককে জীবনসঙ্গী বানাচ্ছেন। 

বিয়ে করছেন বাহুবলী খ্যাত অভিনেত্রী আনুশকা! (ছবি সংগৃহীত)

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী আনুশকা শেঠি এই বছরের শেষ নাগাদ একজন কন্নড় চলচ্চিত্র প্রযোজককে বিয়ে করতে চলেছেন বলে জানা গেছে।

বিয়ে করছেন বাহুবলী খ্যাত অভিনেত্রী আনুশকা! (ছবি সংগৃহীত)

তবে এখনই অভিনেত্রীর পরিবার বিয়ে নিয়ে কোনও কিছু প্রকাশ্যে আনতে চাইছে না। জানা যায় আনুশকা শেঠি তার সমবয়সী জীবনসঙ্গীই খুঁজেছেন। অর্থাৎ ৪২ বছরের আনুশকার হবু স্বামীর বয়সও নাকি তাই।

বিয়ে করছেন বাহুবলী খ্যাত অভিনেত্রী আনুশকা! (ছবি সংগৃহীত)

এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই মন ভাঙল প্রভাস-আনুশকা শেঠি জুটির ভক্তদের। একসঙ্গে একাধিক চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন তারা। ভক্তদের মধ্যেও তাদের নিয়ে প্রত্যাশার পারদ চড়ছিল। যদিও নিজেদের সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন উভয় তারকা।