ঈদে যে প্রাণি কোরবানি দিচ্ছেন বুবলী ও অপু
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ১৬ জুন ২০২৪, ০৭:২০ PM , আপডেট: ১৬ জুন ২০২৪, ০৭:২০ PM

আগামীকাল সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ইসলামে ঈদুল আজহায় পশু কোরবানির বিধান রয়েছে। আর এই কোরবানিকে কেন্দ্র করে চলছে পশু কেনাবেচা। অন্য দু’পাঁচজন সাধারণ মানুষের মতো শোবিজ তারকারাও পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি দিয়ে থাকেন। আর কে কী কোরবানি দিচ্ছেন, তা জানার অপেক্ষায় থাকেন তাদের ভক্তরা।
জানা গেছে, প্রায় প্রতিবছরই ঈদে কোরবানি দিয়ে থাকেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবারের ঈদে ছেলে আব্রাম খান জয়ের নামে ছাগল কোরবানি দেবেন এই চিত্রনায়িকা। ইতোমধ্যে তিনি সাদা রঙের একটি ছাগলও কিনেছেন বলে জানা গেছে।
অপরদিকে, প্রতি বারের মত এবারও কোরবানি দিচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি একটি গরু কোরবানি দেবেন।
প্রসঙ্গত, এবারের ঈদে অপু বিশ্বাসের কোনো সিনেমা মুক্তি না পেলেও বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। এমডি ইকবাল পরিচালিত এই সিনেমায় বুবলীর বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক রোশানকে।