শাহরিয়ার জয়

'রাজপথের কোনো আন্দোলন সফল হয়েছে বলে মনে পড়ে না'

কোটা
  © ফাইল ছবি

বাংলাদেশের সংসদে আইন পাশ করে সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা সংস্কারের দাবিতে সারাদেশেই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এ আন্দোলনের অংশ হিসবে বাংলা ব্লকেডেরও ডাক দেন তারা। শিক্ষার্থীদের এ আন্দোলন নিয়ে মন্তব্য করছেন দেশের বিভিন্ন শ্রেণির মানুষ। রাজনীতিবিদ থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী অনেকেই নিজেদের মতামত দিচ্ছেন। এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, অনেকেই বলে কোটা আন্দোলন নিয়ে কিছু বলছেন না কেন? নাটক, সিনেমা, জীবন এবং দর্শন নিয়ে কথা বলি। আমার চেনা জানা বিষয়ের বাইরে কথা বলতে আমার আত্মবিশ্বাস কাজ করে না। যারা দেশ চালাচ্ছেন, তারাই ভালো বোঝেন। এত বছর ধরে যারা অভিজ্ঞতার সাথে সরকার চালাচ্ছেন, তারা খুব ভালো করেই জানেন কোনটা দিতে হবে, কোনটা কেড়ে নিতে হবে।

দ্বিতীয়ত: এই সরকারের সময়ে রাজপথের কোনো আন্দোলন সফল হয়েছে বলে মনে পড়ে না। দুই একটা সফল হতেও পারে আমি ভুলে গেছি।

তৃতীয়ত হচ্ছে, পৃথিবীর জন্মলগ্ন থেকেই বৈষম্য আছে। ধনী-গরিবের বৈষম্য। বংশ এবং কর্মপরিচয়ের বৈষম্য। আরও অনেক অনেক বৈষম্য। বিভিন্ন গুরুত্বপূর্ণ কোটা বন্ধ হয়ে গেলে ওই জনগোষ্ঠী কি মেনে নেবে? নাকি তারা আবার আন্দোলনে যাবে?

আবার কোটার গুরুত্ব দিতে গিয়ে সাধারণের সুযোগ এবং স্বপ্ন পূরণের সম্ভাবনা কমে যাবে, তাও কি মঙ্গলজনক হবে? না হচ্ছে? এগুলো কিছুই বুঝতেছি না। শুধু বুঝতেছি বাবার বুকে নিশ্চিন্তে যেভাবে থাকে সন্তান। সেভাবেই বাংলাদেশের বুকে শান্তিতে থাকুক প্রতিটি নাগরিক।