আর্জেন্টিনার জয়ে শাবনুর

'আমার বিশ্বাস বাংলাদেশ ফুটবল একদিন ঘুরে দাঁড়াবে'

শাবনূর
  © সংগৃহীত

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির শহর এখন মায়ামি। সেই শহরের মাঠ মায়ামি হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ১৬তম কোপা আমেরিকার শিরোপা ঘরে তুললো আর্জেন্টিনা। এমন জয়ে আনন্দ আছড়ে পড়ছে বাংলাদেশেও। সিডনিতে বসে সেই বিষয়টি বেশ মনে ধরেছে নব্বই দশকের জনপ্রিয় তারকা শাবনূরের।

তাই আর্জেন্টিনার এমন জয়ের দিনে শাবনূরের প্রসঙ্গে থাকল বাংলাদেশের ফুটবলও। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাবনূর লিখলেন, ‌‌‘অভিনন্দন আর্জেন্টিনা! আমি যখন সময় পাই ফুটবল খেলা দেখি। ফুটবল আমারও প্রিয় খেলা। আর বাংলাদেশের মানুষ প্রায় সবাই ফুটবল পাগল। আজ যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করেছেন তাদের আনন্দ দেখে আমিও অনেক খুশি। আমার বিশ্বাস বাংলাদেশ ফুটবল একদিন ঘুরে দাঁড়াবে!’

বাংলাদেশের সেরা জুটির অন্যতম সালমান-শাবনূর। নায়িকা অনেক বছর হলো প্রবাস জীবন কাটাচ্ছেন অস্ট্রেলিয়ায়। 

চলতি বছর দেশে ফিরে কাজ করেছেন নতুন একটি চলচ্চিত্রে। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটে উপস্থিত হয়েছিলেন।