মুক্তিযোদ্ধার সন্তান হয়েও কোটা সংস্কার চান অভিনেতা নিলয়
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৫:৫৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৪, ০৫:৫৮ PM
-11602.jpg)
কোটা সংস্কারের দাবি আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। কোটা সংস্কারের দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় বইছে। এসব বিষয় নিয়ে মুখ খুলতে শুরু করেছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। এবার মুক্তিযোদ্ধার সন্তান হয়েও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোটা সংস্কারের দাবি জানালেন অভিনেতা নিলয় আলমগীর।
নিজের ফেসবুকে আজ মঙ্গলবার নিলয় লিখেছেন, আজকের ছাত্র ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যত। তারাই এক সময় দেশের হাল ধরবে। এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন।
এরপর লিখেছেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র।
সবশেষে অভিনেতা লেখেন, মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মতো না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে।