বন্যার্তদের সহায়তায় ঢাবিতে ‘দুঃশাসন’-এর দ্বিতীয় মঞ্চায়ন
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৫:২৯ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৪, ০৫:২৯ PM
ভারতের ত্রিপুরায় অবস্থিত ডম্বুর বাঁধ আকস্মিকভাবে খুলে দেওয়া এবং ভারী বৃষ্টিপাতে উজানের ঢলে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ ১১ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ১০ লাখ পরিবার। উদ্ধার ও সাহায্যের জন্য পড়ে গেছে হাহাকার। এমতাবস্থায় বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের অডিটোরিয়াম নাটমণ্ডলে আজ রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চায়িত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের সর্বশেষ প্রযোজনা ‘দুঃশাসন’।
দেশের উদ্ভূত বন্যা পরিস্থিতিতে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে নাটক থেকে অর্জিত সব অর্থ বন্যার্ত মানুষের ত্রাণ ও উদ্ধার কাজে ব্যয় করা হবে।
সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা অর্ধযুগ ধরে তার কার্যক্রম সফলভাবে চালিয়ে আসছে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দুটি সুবিখ্যাত ছোটগল্প ‘দুঃশাসন’ ও ‘পুষ্করা’-এর কাহিনিসার অবলম্বন করে নাটকটি বর্তমান সময়ের যুগযন্ত্রণাকে মঞ্চস্থ করতে উদ্যোগী হয়েছে। নাটকটির নির্দেশনায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের সভাপতি প্রজ্ঞা চন্দ। নির্দেশনা সহকারী হিসেবে আছেন সুপ্রিয় ঘোষ ও মোশারফ খান, সংগীত ভাবনা প্রণব বালা ও নাজমুল হোসেন, মঞ্চ পরিকল্পনায় তাপস সরকার রুদ্র।
নাটকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নাট্যপ্রেমী শিক্ষার্থীদের দ্বারা অভিনীত হচ্ছে। অভিনয় করেছেন তাপস সরকার রুদ্র, মোশারফ খান, সুপ্রিয় ঘোষ, সায়র নিয়োগী, কাজী সাজ্জাদুর রহমান, এমদাদুল হক বাঁধন, জয়শ্রী চৌধুরী জয়া, বিশাখা আহমেদ ইরা, মারিয়া মালিকা, ইয়াসির আরাফাত, আশফাকুল ইসলাম, অর্ণব সোম, জিনিয়া জাফরিন খান জুঁই, ফুয়াদ হাসান প্রত্যয়, লাক মাহমুদ জাকারিয়া।
নির্দেশক প্রজ্ঞা চন্দ বলেন, থিয়েটারের অন্যতম উদ্দেশ্য মানুষের কল্যাণের জন্য কাজ করা। দেশের এই সংকটকালে বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। নাটকটি উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি; যাতে আপনার সহযোগিতা আমরা অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে পারি।