বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর করে দিতে চান বর্ষা

বন্যা
  © ফাইল ছবি

ভারতের ত্রিপুরায় অবস্থিত ডম্বুর বাঁধ খুলে দেওয়া এবং ভারী বর্ষণে উজানের ঢালে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১টি জেলা। আশ্রয়, খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির হাহাকার চারদিকে।

চলমান এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৫ লাখের অধিক মানুষ। এছাড়া প্রাণ হারিয়েছেন অন্তত ২৩ জন। বন্যার থাবায় অনেকেই হারিয়েছেন মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও।

এমন দুর্যোগময় পরিস্থিতিতে বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছেন সর্বস্তরের মানুষ। এর আগে বন্যায় এত বেশি মানুষকে সাড়া দিতে দেখা যায়নি। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে হিন্দু, মুসলিম, হিজড়া, ভিখারি পর্যন্ত বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে। এছাড়াও এগিয়ে এসেছেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই। এবার সেই তালিকায় যুক্ত হলেন চিত্রনায়িকা বর্ষা।

তিনি বলেন, ‘একা খুব বেশি কাজ করা সম্ভব না। তবে একসঙ্গে আমরা অনেক কাজ করতে পারি। দেশে কয়েকটি পরিবারকে তাদের হারিয়ে যাওয়া ঘর নির্মাণ করে দিতে চাই।’ 

ব্যবসার কাজে দেশের বাইরে থাকায় এতদিন বন্যার্তদের পাশে দাঁড়াতে পারেননি অনন্ত ও বর্ষা। তবে সোমবার সকালে অনন্ত জানিয়েছেন, খুব শিগগিরই তিনি বানভাসি মানুষের পাশে দাঁড়াচ্ছেন।