আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে নায়িকা হওয়ার প্রস্তাব!

দীপ্তি
  © ফাইল ছবি

সাবেক বিচারপতি মানিক ও গোলাম মাওলা রনিকে নিয়ে 'টু দ্য পয়েন্ট' টক শো করে আলোচনায় আসেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। বিচারপতি মানিক উপস্থাপিকাকে নিয়ে অপমানজনক মন্তব্য করার পরেও ধৈর্যের পরিচয় দিয়ে ব্যাপক প্রশংসা কুড়ান এই উপস্থাপিকা। 

এবার উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। জাজ মাল্টিমিডিয়ার একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে সেখানে দীপ্তিকে কীভাবে উপস্থাপন করা হবে বিষয়টি বলেননি জাজের কর্ণধার আবদুল আজিজ। তবে দীপ্তি চৌধুরী সিনেমা করবেন না বলে জানিয়েছেন। সত্য ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করবে জাজ।

এ ব্যাপারে আবদুল আজিজ বলেন, ‘নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। গল্প-স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। এর জন্য একজন নতুন মুখ খুঁজছি। প্রথমে আমরা দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম। তিনি এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না। সিনেমাটির গল্পে সমাজের বাস্তবচিত্র ফুটে উঠবে।’

জাজের হাত ধরে মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, বিপাশা কবির, জলি, ফারিন, পূজাসহ অনেক নায়িকার উত্থান হয়েছে। দেশের পাশাপাশি বর্তমানে আন্তর্জাতিক সিনেমা নির্মাণে গুরুত্ব দিচ্ছে জাজ।