শহীদ আবু সাঈদের ছবি এঁকে পরিহাস করেছেন ভাবনা! যে কারণে তোপের মুখে অভিনেত্রী
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৭ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৭ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা সমর্থন দিয়েছে। এদের মধ্যে বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেকেই রয়েছেন, যারা শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সমর্থন দেয়। তবে অনেক শিল্পী আবার এর বিরোধিতা করেন। সরকার পরিবর্তন হওয়ার পর ফাঁস হচ্ছে তাদের কাহিনী ও কর্মকাণ্ড।
শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ এখন টক অব দ্য কান্ট্রি। এই গ্রুপের সদস্য সংখ্যা ১৬০ জন। যার মধ্যে রয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও।
তবে গ্রুপে যুক্ত থাকলেও ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম নিহত আবু সাঈদের রক্তাক্ত ছবি এঁকে ছাত্র-জনতাকে বোঝাতে চেয়েছিলেন তিনি আন্দোলনকারীদের দলে। কিন্তু তার সেই চেষ্টা সম্প্রতি গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর ব্যর্থ হয়ে গেছে।
কটি স্ক্রিনশটে দেখা গেছে, ভাবনা ‘আলো আসবেই’ গ্রুপে থাকা শিল্পীদেরকে জানান, তিনি কিশোরগঞ্জে আছেন। তবে তার মন পড়ে আছে জয় বাংলায়।
এ বিষয়ে আশনা হাবিব ভাবনার মতামত নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়। এমনকি হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিলেও মেলেনি কোনো সাড়া।
এদিকে বিষয়টি নিয়ে লেখিকা জান্নাতুন নাঈম প্রীতি ফেসবুকে লিখেছেন, সবচেয়ে বড়ে রসিকতাটা সম্ভবত করেছেন আশনা হাবিব ভাবনা। ইনি ছাত্র আন্দোলনের আবু সাঈদকে নিয়ে ছবি এঁকে নাকি কান্নার অভিনয় করে এই গ্রুপে দিব্যি বসে ছিলেন!
তিনি আরও লিখেছেন, শিল্পী মানেই বিবেকবোধ ঠিক থাকবে, এই ধারণা থেকে বের হয়ে আসার ক্ষেত্রে- এদেরকে ধন্যবাদ। শিল্পের নামে মানুষ হত্যা, সাধারণ ছাত্রদেরকে সন্ত্রাসী ট্যাগ দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো শিল্পীরা ভূমিকা রেখেছে সেটা আমাদের জানা থাকলো। যে ছাত্ররা পা হারিয়েছে, বুকে আর মাথায় গুলি খেয়েছে- তারাও জেনে রাখুক সব শিল্পীরই বিবেকবোধ নাই এবং সব বিবেকবোধওয়ালা মানুষ শিল্পী হওয়ার আগে মানুষ।
আলো আসবেই গ্রুপ নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মানও। নিজের ফেসবুকে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।
ক্যাপশনে অভিনেতা মিলন ভট্টাচার্য্যকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, আপনাকে ধন্যবাদ দাদা, মানুষের মতো দেখতে, শিল্পী নামে শয়তান বেশধারীদের কাছে আমার মতো ‘এই সময়ের তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী’ কে চিনিয়েছেন, যে ভুলকে ভুল বলতে জানে, সত্যকে সত্য বলতে জানে।
সাদিয়া আরও লিখেছেন, গ্রুপের নাম দিয়েছেন ‘আলো আসবেই’ তা বেশ ভালো। তবে আপনারা জানেন আপনাদের নিজেদের জীবনে, মস্তিষ্কে সত্যিকারের আলোর যে ভীষণ প্রয়োজন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুয়াদ স্বনম নামে একজন লিখেছেন, ‘আরাফাত হাসানের বেড নায়িকা ভাবনার দুঃসাহস দেখে রাগে ফেটে পড়ছি এই মুহূর্তে। কত্তো বড় বীচ সে যে আমাদের আদর্শ আমাদের শহীদ আবু সাঈদকে নিয়ে কাকতাড়ুয়ার কার্টুন বানায়। চলুন এর বাসা ঘেরাও করে রাস্তায় জনসম্মুখে কান ধরে উঠবস করানো দরকার নারী নামের কলঙ্ক এই বীচ ভাবনা।’
উলিউল্লাহ নামে আরেকজন তার আইডিতে লিখেছেন, ‘কি পরিমাণ মস্তিষ্ক বিকৃত ভাবা যায়! ‘আলো আসবেই’ নামক সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার পরে নাটকের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ছাত্র-জনতার আন্দোলনের প্রথম শহীদ রংপুরের ‘আবু সাঈদ’ এর ব্যঙ্গ চিত্র এঁকে তার মধ্যে কাকের ছবি বসিয়ে সেটিকে শেয়ার করেন মজা নেবার জন্য। কি বিকৃত মস্তিষ্কের মানুষ চিন্তা করা যায়।’
উল্লেখ্য, গ্রুপে সদস্যদের তালিকায় আরও যারা ছিলেন- সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীন সুইটি, শামীমা তুষ্টি, জামশেদ শামীম, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, হৃদি হক, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জায়েদ খান, লিয়াকত আলী লাকী, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, রওনক হাসান, আহসানুল হক মিনু, গুলজার, এস এ হক অলীকসহ অনেকে।