কাছের মানুষের কাছে শুনতে হয়েছে বিয়ে হবে না: তৃপ্তি

তৃপ্তি
  © ফাইল ছবি

বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের কারণে আলোচনায় উঠে আসেন এই অভিনেত্রী। অনেকেই তার এই বোল্ড অভিনয়ের জন্য প্রশংসা করেছেন। চলচ্চিত্রটি মুক্তির পর থেকে সোশ্যাল মিডিয়ায় বাড়তে থাকে তার ফ্যান ফলোয়ার। তবে অভিনয়ের শুরুটা আরও আগেই। ভালো অভিনেত্রী হিসেবে ‘বুলবুল’ ওয়েব ফিল্ম দিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি।

ক্যারিয়ারের শুরু থেকেই অবশ্য কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তৃপ্তিকে। এর কারণ তার অভিনীত সিনেমা সিনেমা ব্যর্থ হচ্ছিল। বিষয়টি নিয়ে পরিবার-আত্মীয়স্বজন ও সমাজের মানুষের টিপ্পনি সহ্য করতে হয়েছে এই সুন্দরীকে। এসব কিছু আটকে রাখতে পারেনি তাকে। সম্প্রতি ক্যাটরিনা কাইফের ব্র্যান্ড কে বিউটির ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন তৃপ্তি। সেখানে জীবনের খারাপ সময়ের কথা অকপট বলেছেন তিনি।

১৯৯৪ জন্মগ্রহণ করেন তৃপ্তি। তার বেড়ে ওঠা দিল্লিতে। এরপর স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমান তিনি। তৃপ্তি দিমরি বলেন, আমি উত্তরখন্ড থেকে এসেছি। আর জন্ম ও বেড়ে ওঠা ছিল দিল্লিতে। সুতরাং আমার বাবা-মাও দিল্লিতে থাকেন। আমি যখন মুম্বাইয়ে শিফট হই, ওই সময়টা কঠিন ছিল। খুব কাছের মানুষদের বলতে শুনেছি বিয়ে হবে না তৃপ্তির।

সিনেমায় কাজ করার প্রসঙ্গে তিনি বলেন, আপনি জানেন যে, এই অঙ্গনে প্রতিদিন বাইরে যেতে হয়। এক্ষেত্রে ৫০-৬০ জন মানুষের সঙ্গে মিশতে হয়। এ নিয়ে সমাজের মানুষ থেকে শুরু করে আত্মীয়রা পর্যন্ত আমার বাবা-মাকে খারাপ কথা বলতেন। তারা বলতেন— ‘মেয়েকে কেন এই পেশায় পাঠালে? মেয়ে নষ্ট হয়ে যাবে; সে খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করবে। সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। তাকে কেউ বিয়ে করবে না।

এসব সহ্য করা যেকোনো মানুষের জন্য কঠিন। তাইতো ক্যারিয়ারের এক পর্যায়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তৃপ্তি। তিনি বলেন, একপর্যায়ে আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আপনি জানেন, যখন আপনার হাতে কোনো কাজ থাকবে না, তখন আশাহত হবেন। কিন্তু আমি জানতাম, বাবা-মায়ের কাছে ফিরে যেতে পারব না এবং তাদের বলতে পারব না, আমি এটা করতে পারিনি।