২৮৪০ টাকা কেজিতে বাংলাদেশের ইলিশ কিনলেন তসলিমা নাসরিন

তসলিমা
  © সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হবে না বলে জানায় সরকার। তবে পরবর্তীতে এই সিদ্ধান্ত থেকে সরে এসে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর নানা আলোচনা-সমালোচনার মাঝেই ভারতে পৌঁছেছে বাংলাদেশের রপ্তানি করা ইলিশ। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দেশটির বিভিন্ন মাছের আড়তে পাওয়া যাচ্ছে পদ্মার ইলিশ।

এরই মাঝে আলোচিত এ মাছ কিনেছেন আলোচনার শীর্ষে থাকা ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। ২২ কিলোমিটার দূরের গন্তব্যে পৌঁছে কাঙ্ক্ষিত এ মাছ কিনেছেন চড়া দামে। এ সময় উচ্ছ্বসিত চেহারায় জোড়া ইলিশ হাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও প্রকাশ করেছেন তিনি। 

ক্যাপশনে দেশের এ মাছ কেনার জন্য দূরত্ব ও চড়া দামের হিসাব দিতেও ভোলেননি আলোচিত-সমালোচিত এ লেখক। তসলিমা নাসরিন লিখেছেন, ‘২২ কিলোমিটার দূরে মাছের আড়তে গিয়ে বাংলাদেশের ইলিশ কিনলাম আজ। ২০০০ রুপি পার কিলো।’ বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ২৮৪০ (১ রুপি সমান ১.৪০ টাকা ধরে) টাকা।

লেখকের পোস্টের মন্তব্যের ঘরে শুরু হয়েছে নানা বিতর্ক। কেউ প্রশ্ন তুলছেন ইলিশের দাম নিয়ে কেউবা লেখকের দেশপ্রীতি নিয়ে।

বাংলাদেশের ইলিশ নিয়ে বরাবরই ব্যাপক আগ্রহ থাকে ভারতীয় ক্রেতাদের। তাই সেখানকার মাছের বাজারেও চড়া দামে বিক্রি হয় বাঙালিদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা এই মাছটি। এর আগে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকের আবেদনের ভিত্তিতে বাংলাদেশ থেকে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় কয়েক ধাপে ভারতে বাংলাদেশের ইলিশ পৌঁছায়।