সুইজারল্যান্ডে হেনস্তার শিকারে আসিফ নজরুল; কাউকে ছাড়া হবে না বললেন প্রিন্স মাহমুদ

আসিফ নজরুল
  © ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিদেশের মাটিতে হেনস্তার শিকার হয়েছেন। সুইজারল্যান্ড বিমানবন্দরে আওয়ামী লীগের সমর্থকদের হাতে তিনি হেনস্তার শিকার হন।

সুইজারল্যান্ডের জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন সূত্র গণমাধ্যমকে জানান, সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির গুরত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশে ফিরছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। দূতাবাসের প্রটোকলে তিনি গাড়ি করে সুইজার‌ল্যান্ডের জেনেভা বিমানবন্দরে পৌঁছান। এ সময় দূতাবাসের প্রটোকল আইন উপদেষ্টার সঙ্গে ছিল। গাড়ি বিমানবন্দরে নামার পর একদল লোক এসে আইন উপদেষ্টাকে ঘিরে ধরেন। উপদেষ্টা জেনেভা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত হেনস্তাকারী তাকে বিরক্ত করেছেন।

এদিকে সুইজারল্যান্ডে আসিফ নজরুলকে হেনস্থাকারী কাউকে ছাড়া হবে না বলে জানিয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

প্রিন্স মাহমুদ বলেন, আসিফ নজরুল ভাইকে এয়ারপোর্টে হেনস্তাকারী কাউকে ছাড়া হবে না । প্রবাসীরা যারা সুইজারল্যান্ডে আছেন এদেরকে খুঁজে বের করেন। এদের নাম ঠিকানা পরিচয় প্রকাশ করেন। বাংলাদেশে কোথায় এই গণহত্যাকারীর দোসরেরা থাকেন ঠিকানা বের করেন।

তিনি বলেন, আসিফ ভাই চাইলে আগের আওয়ামী ফ্যাসিস্ট মতো দেশের টাকা লুটপাট করে ১০০জনের লট বহর নিয়ে বিদেশে সফর করতে পারতেন, সেটা না করে তার মতো একজন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সাধারণ সিটিজেনদের মতো একা বিদেশ সফর করে উদাহরণ সৃষ্টি করলেন।

জনপ্রিয় এই সুরকার বলেন, আসিফ ভাইকে একা পেয়ে আওয়ামী কাপুরুষরা যা করেছে, তাদের নিশ্চয়ই মনে আছে, তাদের খুনি নেত্রী বিদেশ সফরে গেলে জনতার প্রতিবাদের ভয়ে শত দেহরক্ষী ও স্তাবক চামচা পরিবেষ্টিত হয়েও হোটেলের পেছনের দরজা দিয়ে চলাফেরা করতে হতো। আসিফ নজরুল ভাই, ভালো মানুষদের এমনই হয়।

প্রিন্স মাহমুদ আরও বলেন, আপনি এভাবেই বিদেশ সফর করবেন, আর মনে রাখবেন, আপনি একা না, কিছু আওয়ামী দুর্বৃত্ত ছাড়া পুরো দেশ দাঁড়িয়ে আছে আপনার পাশে। গণহত্যাকারী স্বৈরাচারী বরাহ শাবকদের কঠিন শাস্তি নিশ্চিত করা জরুরি। এদের প্রতি দরদ দেখাবেন এদের নিকটজনেরা দেশের বাইরে এরকম আচরণ করতে থাকবে। স্বৈরাচারের দোসরদের ছাড় দেওয়ার ওসিয়ত নামাটা পাওয়া গেল।