বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কলকাতার সিরিজে আরেফিন শুভ

শুভ
  © ফাইল ছবি

বাংলাদেশের ছোটপর্দা দিয়ে অভিনয় শুরু জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভর। পরে কাজ করেছেন ভারত-বাংলাদেশের একাধিক সিনেমায়। কলকাতার নতুন সিরিজ নিয়ে এখন ব্যস্ততা আরিফিন শুভর। টালিউড নির্মাতা সৌমিক সেনের ‘জ্যাজ সিটি’ সিরিজে নাম লিখিয়েছেন তিনি। শুক্রবার (৮ নভেম্বর) এই সিরিজের শুটিংয়ে অংশ নিতে কলকাতা গেছেন শুভ।

মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সাজানো হয়েছে সিরিজটির গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শুভকে। ইতোমধ্যে ‘জ্যাজ সিটি’র শুটিংও শুরু হয়ে গেছে।

বরাবরের মতো এবারেও সিরিজে বিভিন্ন চমক রাখছেন সৌমিক। সিরিজে শুভর সঙ্গে জুটি বেঁধেছেন সৌরসেনী মিত্র। তার অংশের শুটিংও শুরু করেছেন এই নায়িকা।

এ ছাড়া ‘জ্যাজ সিটি’ সিরিজে আরও রয়েছেন, টালিউড-বলিউডের একাধিক অভিনেতা। ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সিরিজের শুটিং। তবে বাংলাদেশে এই সিরিজের কোনো শুটিং হবে না বলে জানা গেছে।

বাংলা-ইংরেজি ভাষার পাশাপাশি বিভিন্ন ভাষার গান শোনা যাবে এ সিরিজে। একাধিক সুরকার-গীতিকারসহ একটি নারীকণ্ঠ ব্যবহার করছেন নির্মাতা। মুম্বাইয়ের এক জ্যাজ গায়িকার কণ্ঠ শোনা যাবে সিরিজে।