তাহসানের নতুন স্ত্রীর বাবার পরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়

তাহসান
  © সংগৃহীত

গতকাল ভোর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর নিয়ে। প্রথমে বিয়ের কনেকে নিয়ে, এবার তার বিয়ের খবরের পাশাপাশি কনে রোজার বাবা, ফারুক আহম্মেদ বা পানামা ফারুকের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে।

নেটিজেনরা দাবি করছেন, রোজার বাবা ফারুক আহম্মেদ, যিনি ২০১৪ সালে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। ফারুক আহম্মেদ বরিশাল যুবলীগের রাজনীতির সঙ্গে ১৯৯৩ সাল থেকে জড়িত ছিলেন এবং ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি দক্ষিণাঞ্চলে এক আতঙ্কের নাম হয়ে উঠেছিলেন। ২০০১ সালের পর পাঁচ বছর তিনি আত্মগোপনে ছিলেন, তবে ২০১৩ সালে আবার আলোচনায় আসেন।

২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি বরিশাল নগরীর চকবাজার এলাকায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের মধ্যে ফারুক আহম্মেদ নিহত হন। এখন তাহসানের বিয়ের খবরে ১০ বছর পর আবারও আলোচনায় এসেছে পানামা ফারুকের নাম।

তাহসান খানের হবু স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা করেছেন এবং সেখানে নিজের ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, যা কুইন্সে অবস্থিত। রোজা ১০ বছর ধরে এই পেশায় যুক্ত রয়েছেন এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন।

রোজার পরিবার ও স্বজনরা জানায়, শুক্রবার রাতে ঢাকায় তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে, রোজার পরিবারের সদস্যরা জানান, তারা খুব খুশি এবং বরিশালের বাসিন্দারাও বিয়ের খবর শুনে আনন্দিত।