সাইফের হামলাকারীর সঙ্গে সেই বাংলাদেশির আঙুলের ছাপ মেলেনি
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১০:২৩ PM , আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫, ১০:২৩ PM

বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় ভারতীয় পুলিশ বাংলাদেশি নাগরিক শরিফুল ইসলাম শেহজাদকে আটক করেছে। তবে সাইফ আলীর বাড়ি থেকে হামলাকারীর আঙুলের ছাপ সংগ্রহের পর দেখা গেছে, তা শরিফুলের আঙুলের ছাপের সঙ্গে মেলে না। পুলিশ ঘটনাস্থল থেকে ১৯টি আঙুলের ছাপ সংগ্রহ করেছিল এবং এরপর শরিফুলের আঙুলের ছাপ পরীক্ষার জন্য নেওয়া হয়। সিআইডি পর্যালোচনা করে দেখেছে যে, শরিফুলের আঙুলের ছাপের সঙ্গে হামলাকারীর আঙুলের ছাপের কোনো মিল নেই।