ধর্মীয় কারণে বুবলীর সিনেমার নাম পরিবর্তন

বুবলী
  © ফাইল ছবি

চলতি বছরের শুরুতে ঘোষণা করা হয়েছিল যে, ঢাকাই সিনেমার তারকা শবনম বুবলী ও জিয়াউল হক রোশান জুটিকে নিয়ে নির্মিত হচ্ছে একটি নতুন চলচ্চিত্র, যার নাম ছিল ‘পুলসিরাত’। তবে সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, ছবিটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘সরদার বাড়ির খেলা’।

বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন জিয়াউল হক রোশান। জানিয়েছেন, আপত্তির মুখে সিনেমাটির নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘সরদার বাড়ির খেলা’।

চিত্রনায়ক রোশান বলেছেন, ‘পুলসিরাত ইসলামিক নাম বলে এটি পরিবর্তন করতে বলা হয়েছে। যদিও সিনেমাটি ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামেই সরকারি অনুদান পেয়েছিল।’

তবে পরবর্তীতে যখন প্রিভিউ কমিটিতে জমা দেয়া হয় সিনেমাটি, তখন নাম পরিবর্তন করতে বলা হয়- জানান রোশান।

এ নিয়ে পরিচালক রাখাল সবুজ জানিয়েছেন, গল্পে ইসলামিক কিছু নেই। যেহেতু অনুদানের সিনেমা, তাই মিনিস্ট্রির কথা রাখতে হয়েছে। দুই সপ্তাহ আগে সার্টিফিকেশন বোর্ড ‘সরদার বাড়ির খেলা’ নামে সেন্সর দিয়েছে।

উল্লেখ্য, আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে রোশান-বুবলীর এই ‘সরদার বাড়ির খেলা’।