আমিরকে বয়কটের ডাক; পাশে দাঁড়ালেন সুনীল
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ২৪ মে ২০২৫, ১২:২৪ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ১২:২৪ PM

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান ও তার আসন্ন চলচ্চিত্র ‘সিতারে জমিন পার’ নিষিদ্ধ করার দাবি উঠেছে বলিউড অঙ্গনে।
এই দাবির পেছনে দুটি প্রধান কারণ উল্লেখ করা হয়েছে। প্রথমত, ‘অপারেশন সিঁদুর’ ইস্যুতে সময়মতো কোনো প্রতিক্রিয়া জানাননি আমির খান। দ্বিতীয়ত, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তার করমর্দন ও ছবি তোলার বিষয়টি অনেক ভারতীয়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এসব কারণ মিলিয়ে অভিনেতার ওপর নিষেধাজ্ঞার দাবি জোরালো হচ্ছে।
যদিও আমির নিজে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। তবে তার হয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা সুনীল শেঠি।
এ প্রসঙ্গে সুনীল শেঠি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সবাই বলিউডের পেছনে লাগে। এখানে বলিউডের প্রসঙ্গ আসে কোথা থেকে? দেশের বিষয়ে তো রাজনীতিকেরা কথা বলবেন। দেশের স্বার্থে কিছু হলে, আমরা তো সেটা সমর্থন করবই। তাই তো আমরা দেশাত্মবোধক ছবি বানাই। আমরা তো আমাদের কাজ করছি।’
সুনীল বলেন, ‘মানুষের অতীত ভুলে যাওয়া উচিত। আজকের সময়ের প্রতিনিধিত্ব অতীত করে না। তাই ভবিষ্যতে আমরা কী করছি, সেটাই গুরুত্বপূর্ণ। বড় কোনো অনুষ্ঠানে গেলে কারও মাথায় থাকে না, কে কার সঙ্গে ছবি তুলছে। ছবি না তুললেও লোকে বলবে অহঙ্কারী। তাই যা-ই হোক সমালোচিত হতেই হবে।’
উল্লেখ্য, আমিরের শেষ ছবি ‘লাল সিংহ চাড্ডা’ বক্স অফিসে অসফল। তারপর দীর্ঘদিন বলিউড থেকে দূরে ছিলেন তিনি। বর্তমানে ‘সিতারে জামিন পার’ ছবির মাধ্যমে ফের বলিউডে প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন আমির। কিন্তু এর মধ্যেই তাকে ও তার আসন্ন ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি ওঠে।
সেই ক্ষোভ আরও বাড়িয়ে দেয় তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আমিরের একটি ছবি। তবে এই ছবি তোলা হয়েছিল ২০১৭ সালে। সেই সময় তুরস্কে গিয়েছিলেন আমির। আর পাকিস্তানের সমর্থক দেশের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি নেটিজেনরা।