বাবাকে নিয়ে কেকের কন্যার আবেগঘন পোস্ট

বাবাকে নিয়ে কেকের কন্যার আবেগঘন পোস্ট

জনপ্রিয় বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নাথকে (কেকে) মৃত্যুতে শোকে সঙ্গীত অঙ্গনে নেমেছে শোকের ছায়া। পরিবারের সদস্যরাও শোকে পাথর। এই প্রথম কেকের কন্যার তার বাবার মৃত্যু নিয়ে অবিভ্যক্তি জানিয়েছেন।

সম্প্রতি  ইনস্টাগ্রামে আবেগঘন পোস্টের মাধ্যমে কেকের কন্যা তামারা এই প্রতিক্রিয়া জানান।


সদ্য পিতৃাহারা কন্যা তামারা ইনস্টাগ্রামে লেখেন, ‘হাম রহে ইয়া না রহে কাল, কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল। তোমায় খুব ভালোবাসি বাবা। ’ বাবার অনুরাগীরাও সহানুভূতি আর ভালোবাসা জানিয়েছেন সেখানে।

পিতার মতো কন্যাও গানের অনুরাগী এটা তার প্রোফাইল দেখলেই স্পষ্ট প্রমান হয়ে যায়। সে নিজেও গায়িকা। তাই স্টুডিওর ছবি আর গান সংক্রান্ত বিভিন্ন ভিডিওতে পূর্ণ তার প্রোফাইল।  


মন্তব্য